Mona Lisa :: Mystery & Much more 🧭 [ দ্বিতীয় পর্ব] www.Facebook.com/Subhra3
🖼️ The Mona Lisa :: Mystery & Much more [ দ্বিতীয় পর্ব] ⛳️ KYRA :: The Art Gallery 3.45 P. M. গ্যালারির জানালা দিয়ে বিকেলের নির্মল বাতাসের ঝাপটা এসে লাগছে ওদের গায়ে. গ্যালারির ডানদিকের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যাচ্ছে রাস্তায় যানবাহন গুলো দ্রুত গতিতে ছুটে চলেছে ! এখন বিকেলে আর্ট গ্যালারিতে আবার লোকজনের আগমন শুরু হয়ে গেছে ! মূল করিডর থেকে দর্শকদের আওয়াজ প্রতিধ্বনি ওদের কানে আসছে ! তাদের কণ্ঠস্বরে বিস্ময় ও আবেগ বহিঃপ্রকাশ স্পষ্ট ! গ্যালারির দুদিকের দেয়ালে বিভিন্ন চিত্রশিল্পকলা গুলো যেন নিষ্পাপ ভাবে ওদের দিকে চেয়ে রয়েছে ! ওদের প্রায় সব ছবি গুলোই দেখা হয়ে গেছে, ভিক্টরদা অনেকক্ষণ ধরেই একটা ছবি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ! এবা...