পোস্টগুলি

আগস্ট, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

PERSONALITY ::: DAVID GOGGINS. BOOK ঃঃ YOU CANT HURT ME , Master Your Mind and Defy The odds.

ছবি
 🌈   আমার অনুভুতি  BOOK     ঃঃ               YOU CANT HURT ME , Master Your Mind and Defy The odds. PERSONALITY   :::    DAVID GOGGINS. 🍄   মানব জীবন প্রদীপের সলতে পাকানোর মতন দীর্ঘ এক পর্ব, যেখানে সমস্যা, প্রতিবন্ধীকতার উপস্থিতি পরতে পরতে। কথাটি নির্মম শুনতে কিন্তু সারসত্য এবং বিষয়টি বহুৰ্চচিত ও  আলোচিত ।  আমাদের সবার জীবনের বিভিন্ন ধাপে লুকিয়ে আছে অবাঞ্চিত বিরূপতা, সমস্যা সংকুলতা । এটাই মানুষ্য জীবনের কঠিন এবং রূঢ় বাস্তব। আজ বলেই নয় এটাই  জীবনের চিরয়িত সত্য। তাইতো বহুযুগ আগেই খ্রিষ্ট পূর্ব ষষ্ঠ শতকে বোধিসত্ব জ্ঞান লাভের পরে গৌতম বুদ্ধ স্বয়ং বলেছিলেন " মানব জীবন সমস্যাময়  , আর এই সমস্যা দূর করার উপায় নির্দিষ্ট কিছু মার্গ অনুসরনের উপদেশ তিনি দিয়েছিলেন। তার সেই ভাবনা বহু প্রচীন হলেও জীর্ণ নয় । বরং আজও সমান ভাবে প্রাসঙ্গিক। সময়ের সাথে সাথে বদলে গেছে আমাদের জীবনের সমস্যা ও প্রতিবন্ধীকতার...