ছেলেবেলা :: চ্যাপ্টার- 02 [ ১১/০৫ নং, ক্যাম্প হাউস ] 🌀
Exploring The Past :: My Childhood Memoirs 🟡 আমার ছেলেবেলা : পর্ব - ০৩ ছেলেবেলা নিয়ে যখন লেখা শুরু করেছিলাম, ভাবিনি এটা ধারাবাহিক ভাবে লিখবো, কারন এটাতো কোন আত্মজীবনী নয় । এটা আমার ছেলেবেলার কিছু রোমান্টিক ভাবনা ও কল্পনার পুনঃজন্মের এক অনুন্ধিৎসা মাত্র । লিখতে লিখতে মাথায় রাখিনি কে পড়বে, কারণ সত্যিই এখন সবাই খুব ব্যস্ত । আর অতি সাধারণ কিছু ঘটনা, চিত্তাকর্ষণের মতন সেরকম কিছুই প্রায় নেই । একজন শিক্ষানবীশ হাতে লেখা সামান্য কিছু ভাবনা । এতো সব ভাবলে হয়তো লেখাটাই হত না। 🔰 আমি শুধু চেয়েছি ছেলেবেলার ভাবনা গুলোর মাধ্যমে শৈশবের মনকে আবার একবার একবার নিজের মতন করে খুঁজে পেতে । তবে লিখতে বসে অনুভব করছি এমন অনেক ঘটনা মনে পরে যাচ্ছে যেগুলো প্রায় ভুলে গেছিলাম, স্মৃতির গভীর অংশ থেকে আবার পুনঃ জীবন ফিরে পাচ্ছে । সত্যি সত্যি একটা পাহাড় প্রমান ভার মনের উপর থেকে নেমে যাচ্ছে এই লেখার মাধ্যমে । ✅️ 🌼 যেসব মানুষেরা সত্যি সত্যি আমার ছেলেবেলার ঘটনা পড়েছেন, আমাকে এটা কন্টিনিউ করে যেতে বলেছেন বারংবার, তারাই আমার অনুপ্রেরণ...