ছেলেবেলা :: পর্ব - ০5 ⛔
ছেলেবেলা :: Footprints in Times :: My Childhood Memoirs চ্যাপ্টার- 02 পর্ব - ০5 [১১/০৫ নং, ক্যাম্প হাউস ] 🌀 💛 আত্ম উপলব্ধি স্বকিয় শৈলী জীবন বড়ই অদ্ভুত , ছোট-বড় কত ঘটনা অমাদের সবার সাথে ঘটে ,কতটাই বা মনে থাকে ?? দিন চলে যায় ,রাত নামে ,সময় বয়ে যায় সাথে সাথে ধূসর হয়ে যায় স্মৃতি। জীবন থেমে থাকে না । সে এগিয়ে চলে তার নিজের নির্ধারিত পথে । । কখনো কখনো মনে হয় আমি এমন করতে পেরেছি ? খুব সাধারণ । কোন মূল্যবান কিছুই না,হা এটা সত্যি। তবে এমন কিছু সত্যি আছে, আমাদের সকলের কাছে যা অমুল্য ।জীবন অভিগ্যতা , যেটা আমার নিজের, আপনার নিজের আর এটা অবশই ইউনিক। পৃথিবীতে আপনি 7 বিলিয়নের মধ্যে মানুষের মধ্যে একমাত্র আপনারই এই অভিজ্ঞতা আছে, আপনার মতন ঠিক একরকম অভিজ্ঞতা এই পৃথিবীতে আর কারো নেই । হ্যা, এটা ম্যাজিক। You Know Best Talk are always Simple. Besed on Some Personal Sto...