ছেলেবেলা :: পর্ব - ০5 ⛔



  • ছেলেবেলা ::    Footprints in Times ::  My Childhood Memoirs
  • চ্যাপ্টার- 02 
  • পর্ব - ০5
  • [১১/০৫ নং,  ক্যাম্প হাউস ]  🌀 💛



 আত্ম উপলব্ধি স্বকিয় শৈলী 
  
   জীবন  বড়ই অদ্ভুত , ছোট-বড় কত ঘটনা  অমাদের সবার সাথে ঘটে ,কতটাই বা মনে থাকে ??  দিন চলে যায় ,রাত নামে ,সময় বয়ে যায় সাথে সাথে  ধূসর হয়ে যায়  স্মৃতি।
   জীবন থেমে থাকে না ।  সে এগিয়ে চলে  তার নিজের নির্ধারিত পথে ।

  কখনো কখনো মনে হয় আমি এমন করতে পেরেছি  ?  খুব সাধারণ । কোন মূল্যবান কিছুই  না,হা এটা  সত্যি। তবে এমন কিছু সত্যি আছে, আমাদের সকলের কাছে যা অমুল্য ।জীবন অভিগ্যতা , যেটা আমার নিজের, আপনার নিজের আর এটা অবশই ইউনিক।

পৃথিবীতে আপনি 7 বিলিয়নের মধ্যে মানুষের মধ্যে একমাত্র আপনারই এই অভিজ্ঞতা আছে, আপনার মতন ঠিক একরকম অভিজ্ঞতা এই পৃথিবীতে আর কারো নেই । হ্যা, এটা  ম্যাজিক।


You Know Best Talk are always Simple. Besed on Some Personal Story and Some simple Lesson Form it
 এটা শেয়ার করার জন্য কাউকে যেমন বড় কোন ইনভেনশন করার প্রয়োজন নেই, তেমনি বিরাট কোন ক্রিয়েটিভ হবার প্রয়োজন নেই । 
ʏᴏᴜ ᴊᴜꜱᴛ ɴᴇᴇᴅ ᴛᴏ ꜰɪɢᴜʀᴇ ᴏᴜᴛ ᴡʜɪᴄʜ ᴏꜰ ʏᴏᴜʀ ᴇxᴩᴇʀɪᴇɴᴄᴇ ʏᴏᴜ ʜᴀᴠᴇ ᴛᴏ ꜱʜᴀʀᴇ




🔰  খাদ্য রসিক বা পানীয় রসিক  আমি নই। কখনোই ছিলাম না।
 আমার কাছে ভীষণ সুশ্বাদু নতুন নতুন সংস্কৃতি রূপ আচ্ছাদন। তাই বিভিন্ন রকমের সংস্কৃতির মানুষের সাথে মেশার খিদে আমার প্রমিত সঙ্গী। বিশ্বাস করি  আলাদা আলাদা সংস্কৃতি মানে আলাদা আলাদা জীবনের স্বাদ । বিশ্বাস করি, মানুষের জীবন একটাই, কিন্তু একটা জীবনে চাইলে অনেক বার আলাদা আলাদা ভাবে বাঁচা,  উপভোগ করা সম্ভব ।




🔰  এই বাড়ি থেকে আমার গল্পের বইয়ের সাথে সুষম ধারাবাহিক সংযোগ, প্যাশন তৈরী হওয়ার সূত্রপাত । কার থেকে বা কিভাবে হয়েছিল এখন মনে নেই।গ্রন্থ পাঠের অনুশীলন তখন থেকেই শুরু। কত রকমের যে বই আর চরিত্র তখন ছিল, বলে শেষ করা যাবে না। চাঁদমামা, শুকতারা তো ছিলই, তার সাথে অরণ্যদেব, জাদুকর ম্যানড্রেক, বাহাদুর, ফ্ল্যাশ গর্ডন, আরো কতো?  পুজোর সময়ে পূজোবার্ষিকীতে কাকাবাবু সন্তু, অর্জুন, বাবলু, বিলু, বাচ্চু, কিকিরা, গোগোল, ফ্রান্সিস, কর্নেল। 

     

  স্টেশনের দোকানে এই সব বই গুলো ঝুলিয়ে রাখা থাকতো, যখন কোথাও বেড়াতে যেতাম ট্রেনের জানালা দিয়ে  স্টেশনে দূর থেকে এই দোকান গুলোকে মনে হত এক একটা প্যান্ডরার বক্স, খুললেই নতুন ম্যাজিক । আমি এক গল্প বার বার পড়তাম। এই গুলো পড়ার মধ্যে যে আনন্দ অনুভূতি বার বার অনুভব করতে চাইতাম। এটা একটা অভ্যাস, এই অভ্যাস আমাকে একা থাকতে, শান্ত হতে শিখিয়েছে। আমার একটা চাপা গর্ব ছিল আমাদের পুরো এলাকায় আমার মতন কমিক্স বইয়ের কালেকশন কারো ছিল না, অনেকে আমার বই দেখতে আসতো । পড়ার বইয়ের নিচে গল্পের বই রেখে পড়তে গিয়ে ছেলেবেলায় কতই না মার খেয়েছি, গুনে শেষ করা যাবে না।
Use to Value this Much. আজও আমি এই অভ্যাসের মধ্যে আছি। I 




গল্পের বইয়ের এই আশ্চর্য জগৎ মনের মধ্যে নানা রকমের আবেগ তৈরী করতে, এই আবেগ, স্বপ্ন দেখাতো, জীবনকে ঘিরে অন্যরকম ভাবে ভাবতে, অনুভব করতে শিখিয়ে ছিল তখন থেকেই। অনুভব করছি জীবনের প্ৰতি তীব্র ভালবাসা। আমার প্ৰিয় ঘরের জানলা দিয়ে পিছনের বাগানে দিকে চেয়ে মনে ঘটে যাচ্ছে কল্পনারএক জোরালো জগৎ।   বই থেকে ছবি কেটে সেই ছবি এই ঘরের দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে একটা ঘটনা সৃষ্টি করতাম।
আমি একা থাকতেই বেশি ভালোবাসি, এর একটা সুবিধা আছে, শান্ত মনে ভাবা যায়, মনকে উন্নত করার সুযোগ পাওয়া যায়।অন্য ভাবে জানাতে পারা যায়, আমার জানার উদ্দেশ্য শুধু জ্ঞান অর্জন করা নয়, বরং আবহেলা আসন্মান প্রতিরোধ করার জন্য।



Personaly feel reading is So Beautiful that Just inside a Book You Can achieved Someone Whole Life Experience, full imagination.



🔰  এই বাড়িতে আমার প্ৰিয় জায়গা পিছনের বড় বাগান। এখানেই আমার গল্পের কল্পনার, স্বপ্নের ভালোবাসার উৎপত্তি। এটাই বিনোদনের কেন্দ্র ভূমি, এই ভূমিতে কখনো আমি টারজানের মতন খ্রীপ্র কখনো টিনটিনের মতন ধূত। কল্পনার কোন সীমা হয় না। আমি বিশ্বাস করতাম এখানে পরীরা বাতাসে কথা বলে। এই বাগানের গাছেরা মানুষের মতন প্রাচীন গল্প ফিসফিস করে বলে।  আমি নিশ্চিত থাকতাম ছেলেবেলায় কুড়িয়ে পাওয়া  কুকুরছানা আমার এডভেঞ্চাচারের নির্ভরযোগ্য সঙ্গী ।




এই বাগান বৃষ্টির দিনে পরিণত হত আটলান্টিক মহাসমুদ্রে। যেখানে দুর্ধষ জলদস্যু 'ব্ল্যাক বিয়ার্ড' এর আগমন অসম্ভব নয়। কখনো কখনো এখানেই তৈরী হত সিক্রেট আইল্যান্ড। যেখানে লুকানো আছে জলদস্যুদের লুকানো ধনসম্পদ। আমি দু:সাহশী অভিযাত্রী, এডভেঞ্চাচার প্ৰিয় বেপরোয়া। একনিমেশে চোখের পলকে পৌঁছে যাওয়া কখনো সুদূর অপুর দেশে, কখনো শাংগ্রিলার হিমালয় পর্বতে , কখনো লালবোম্বেটের গুপ্তধনের সন্ধানে আবার  কখনো অরণ্যদেবের খুলি গুহায়। সবই  অমোঘ চুম্বক ন্যায় সবই অবলীলায় এক নিবেশে। 







🔰 এই বাড়ির কোনার সব চেয়ে ছোট ঘরের মধ্যে ছোট্ট আলমারি ছিল অন্য জগতের মধ্যে প্রবেশের পথ। এখানথেকেই হয়তো কখনো কখনো অলিভার টুইস্ট মতন ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ নেমে আসতো কুয়াশার চাদরের মধ্যে, যা কেবল আমিই দেখতে পেতাম।



বাগানের বিভিন্ন গাছের পাতা ও ডাল মিশিয়ে ছোট্ট বাটিতে গুঁড়ো করে নিশ্চিত হতাম একটা আশ্চর্য ভেষজ তরল ঔষধ তৈরী করতে পারবো, যা হয়তো অনন্ত জীবনদান করা অমৃতের কাছাকাছি। এগুলো সবই কৌতূহলী মনের খোরাক। আমি ভাবতাম আমার কল্পনা প্রসূত আত্মা অবশ্যই চারপাশের বিশ্বকে আলোকিত করার চেষ্টা করবে, সাধারণ মুহূর্তকে এডভেঞ্চারে রূপান্তরিত করবে।
এগুলো সবই আমার সহজ সোজা আবেগপ্রবন বালক মনের কল্পনা ।
 এতো বছর কেটে যাবার পরেও এখনও ভীষণ ভাবে মিস করি সেই সব স্বপ্নালু মায়াময় দিন গুলোকে । ফিরে যেতে ইচ্ছে করে সেই বাগানে ,  ছায়াময় মাঠে ।








All writings and other content here are entirely the author's own., It may not be reproduced or copied in any form without the written permission of the owner. as per Section 14 of the Copyright Act of 1957.




ক্রমশঃ 
বাকিটা পরবর্তী পর্বে ]



  If You would Like to Give any Feedback Or Suggestions,
 Then Please Feel Free to Email Me.
subhra2579@ gmail.com



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফাস্ট ফুড, চাউমিন বা ন্যুডলস। Health is Your Wealth. 🥣

🌍🌏 ধুবুলিয়া ঃঃ THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR2 [ পর্ব =১৫ ]

THE FORGOTTEN AIRPORT OF WW 2 পর্ব = ১৪🧧