পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

THE LAST IMPERIAL SOLDIER OF JAPAN . [ দ্বিতীয় পর্ব ]

ছবি
              HIROO ONODA ,    THE LAST IMPERIAL SOLDIER  OF JAPAN                  [ দ্বিতীয়   পর্ব]                                                         HIROO    ONODA  ON  LUBANG  , 1974      বু ঝতেই পারছিস একটা এক অকল্পনীয় ও অবিশ্বাস লড়াই ,একদিকে মাত্র চার জন জাপানি সৈন্য আর অন্য দিকে ৫ হাজারের বেশি আমেরিকান সৈন্য এবং তাদের সহযোগী লোকাল মিলিটারি. ভাবতে পারছিস ভিক্টর দা মুখটা উপর দিকে তুলে বলে উঠলো ! সা মনে শীত কাল আসছে, তাই চারপাশে কেমন একটা ঠান্ডা ঠান্ডা আমেজ সৃষ্টি হয়েছে, হটাৎ করে বিকেলের আকাশে একটা নরম আলোর পলেপ পড়েছে. পরিবেশ টা খুব ভালো লাগছে ওদের ! শন কিছুটা অস্থির হয়েই জিজ্ঞাসা করে, " তারপরে কি হলো " ? খুব নিচু ...

FORGOTTEN AIRPORT OF WORLD WAR 2 { পর্ব = ১৩ }

ছবি
ধুবুলিয়া ::: THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR 2 { পর্ব = ১৩ } IN THE PREVIOUS EPISODE ::: [আমরা সবাই মিলে ধুবুলিয়া এয়ারপোর্টের A. T. C Tower এবং Signaling Tower দেখতে যাচ্ছি , রাস্তায় জাপানের অপারেশন- সি গল্প শোনা হয়েছে আর ATC Tower দেখার পরে Signaling Tower দেখতে যাচ্ছি , তারপরে ..... বললাম, চল তাহলে হাঁটতে হাঁটতে বাকি বাকি গল্প শোনা যাক, হ্যা নিশ্চই !! সবাই একসাথে বলে উঠলো ! ঠিক আছে তাহলে মন দিয়ে শোন , জাপানের Operations- C ব্যর্থ হলো , অপারেশন তার আসল যে টার্গেট পূরণ করতে সক্ষম হয় নি, British Indian Ocean Fleet ধ্বংস করতে পারেনি ,আসলে খুঁজেও পায় নি ! এই জাহাজ গুলোকে অনেক আগেই সিক্রেট বন্দরে [ Port -T ] সরিয়ে দেওয়া হয়েছিল, কি তাই তো , আমি বললাম । হ্যা, ঠিক তাই !! এবারে একটা প্রশ্ন তোদের মনে আসা স্বাভাবিক, এই যে এতো সব সেনা অপারেশন গুলোর কথা আমরা শুনছি সেগুলো শুধ...