' জ্যাক দা রিপার ' কুখ্যাত সিরিয়াল কিলারের আসল পরিচয়।
: : পাঠ অনুভূতি :: 🎗️ বইয়ের নাম :: ' জ্যাক দা রিপার ' কুখ্যাত সিরিয়াল কিলারের আসল পরিচয়। লেখক :: কাজল ভট্টাচার্য। প্রচ্ছদ :: কৃষ্ণেন্দু মন্ডল। প্রকাশনা :: অরণ্যমন। পৃষ্ঠা সংখ্যা :: ২০৬ প্রথম প্রকাশ। :: সেপ্টেম্বর ২০২১. 🀄 সম্প্রতি শেষ করলাম কাজল ভট্টাচাৰ্য এরলেখা জ্যাক দা রিপার, কুখ্যাত সিরিয়াল কিলার এর আসল পরিচয় । টাইটেল পড়েই অনুমান করা যায় বইটি 19th সেঞ্চুরির পৃথিবী বিখ্যাত হত্যাকারী ' জ্যাক দা রিপারের ...