নেমেসিস । লেখক :: মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রকাশক ঃঃ অভি যান মুদ্রিত মূল্য :: ৩৫০/ প্রথম প্রকাশ : বৈশাখ ১৪২৫.



🀄
               পাঠ    অনুভুতি  ::

বইয়ের  নাম  ::   নেমেসিস ।
   লেখক   ::     মোহাম্মদ  নাজিম উদ্দিন।  
প্রকাশক  ঃঃ  অভি যান
মুদ্রিত  মূল্য   ::    ৩৫০/
প্রথম  প্রকাশ   :      বৈশাখ ১৪২৫.




                                                   


🧧     খুবই সম্প্রতি শেষ  করলাম  বাংলাদেশের  জনপ্রিয়  লেখক  মোহাম্মদ  নাজিম  উদ্দিণনের লেখা,  ব জনপ্রিয় ' বেগ-বাস্টার্ড ' সিরিজের প্রথম বই  " নেমেসিস "।


          এই  বই এর প্ৰতি   ভালোবাসা  ও মুগ্ধতা  প্রকাশ  করার  জন্যই আমার আজকের এই প্রতিক্রিয়া । আমার  কাছে  অসাধারণ,  অনবদ্য,  অতুলনীয় কোনো শব্দগুচ্ছ  যথেষ্ট নয়,যারা 
আমার  মতন থ্রিলার ভালোবাসেন  তারা  প্ৰতি  পদক্ষেপে মুগ্ধ  হবেন  এই  গল্পের টানাটান বুনোটে । এটা একটা  প্রতিশোধ  ও  উত্তেজনার থ্রিলার । তাই  একবার পড়তে শুরু  করলে রুদ্ধশ্বাসে একটানা পরে যেতে  হবে বইটা । কি  ভাবে  একজন  পিতা তার  পুত্রের  উপরে  ঘটে  যাওয়া অন্যায়ের  প্রতিশোধ  তোলেন সেটাই  এই  গল্পের মাধমে বলা  হয়েছে   ।


                এই   গল্পটি আমাদের ফিরিয়ে নিয়ে  যাবে শৈশবের  দিনগুলোতে, নাড়িয়ে  দেবে  আমাদের  চিন্তা  ভাবনা গুলোকে । গল্পের  বাঁধনে  একটা  অদ্ভুত  মায়াজালের  মধ্যে  আটকে  রেখেছেন লেখক       আমাদের । আপনি কখনই  বোরিং ফিলকরবেন   না ।

                    

   🌈      সংক্ষেপে গল্প প্রসঙ্গে ::

গল্পের শুরুটা একটা  খুনের মধ্যে  দিয়ে ।
ঢাকা শহরের অভিজাত  এরিয়া   ধানমান্ডি, এখানে  অবস্থিত  ভিটানুভা এপার্টমেন্ট এ গভীর  রাতে      মারা গেলেন বা খুন হলেন  জনপ্রিয় লেখক  জায়েদ   রহমান , যিনি  সাত-আট  মাস ধরে পক্ষাঘাত   অবস্থায় নিজের  ঘরে   বিছানাগত । লেখকের  পাশের  ঘরে লেখকের তরুণী  স্ত্রী  বর্ষা [ দ্বিতীয় স্ত্রী ] তার প্রেমিক নাট্য নির্মাতা আলম শফিকের  সাথে গোপন অভিসাড়ে ব্যস্ত। এই সময় জায়েদ রহমানের  রুমে  অভির্ভাব ঘটে এক রহস্যময় ছায়া  মূর্তির যার  হাতে  মৃত্যু হয় লেখকের ।। পাঠকের   মনে প্রশ্ন  জাগে  কে  এই  রহস্যময় ছায়ামূর্তি  ?



     
        ঠিক   এই   সময়  ঢাকার  বিসনেস টাইকুন সি.  ই.  সিদ্দিকীর  একমাত্র ছেলেকে ধানমন্ডির  থানার  নাইট  পেট্রল  পুলিশ  লক্ষ  করে  জায়েদ  রহমানের এপার্টমেন্টর  বাইরে সামনের রাস্তায় । যে   কিনা  একদৃষ্টি  দিয়ে  তাকিয়ে আছে লেখকের  ছয়  তলার ব্যালকানির দিকে, ছেলেটি আবার  এল. এস. ডি  এর  মতন কঠিন  ড্রাগের  নেশায় আসক্ত । আবার এই  একই সময়  বাংলাদেশের  অন্যতম  বড়ো   প্রকাশনী  সংস্থা ' অবয়ব ' এর  কর্ণধার আবেদ আলীর কম্পিউটারে  একটা মেইল  পৌঁছায়, যেখানে  লেখক জায়েদ রহমান তার লেখা  শেষ  বই ,  
 (  যেটা কিনা তার  আত্ম জীবনী ) এর পাণ্ডুলিপি  প্রকাশের  দায়িত্বভার  অর্পণ  করে  গেছেন,   আর   কপিরাইট  দিয়ে  গেছেন আমেরিকা  প্রবাসী তার  প্রথম  স্ত্রী গ্যাট-কে  ।






 
        তদন্তের ভার  পরে  ঢাকা   সিটি  হোমিসাইড  ডিপার্টমেন্ট এর  উদীয়মান ইনভেস্টিগেটোর  জেফরি বেগের  উপরে , যিনি  আমেরিকার  ভার্জিনিয়া  থেকে  F. B. I  মতন প্রশিক্ষণ  লাভ করেছেন। যার  সঙ্গে  আছে  একটা  অত্যাধুনিক  'মোবাইল   ইভিডেন্স  ভ্যান ' [ ঠিক হলিউড সিনেমার মতন ] অ্যাসিস্ট্যান্ট   জামান আহমেদ,  ফরেন্সিক  টিমের  প্রধান  সাবের  কামাল ও ফিঙ্গারপ্রিন্ট এনালাইসিস  এক্সপার্ট এডলিন ডি কস্তা।  প্রাথমিক  তদন্তে লেখকের  দ্বিতীয়  স্ত্রী বর্ষা ও তার গোপন প্রেমিক  গ্রেপ্তার  হলেও,  যত  তদন্ত  এগোতে  থাকে  ততই  ঘটনা  মোড় নিতে শুরু করে ভিন্ন   দিকে । 




বেগ  আর  তার  টিম  একটা  গোলকধাঁধার  মধ্যে  ঘুরপাক  খেতে  থাকে । ধীরেধীরে   তদন্ত   সম্পূর্ণ    অন্যদিকে  মোড় নেয় ।  একেএকে  বেরিয়ে  আসতে  থাকে  বিভিন্ন   চাঞ্চল্যকর  তথ্য । জানাযায়    জায়েদ    রহমানের শেষ  মেইল  করে  পাঠানো  পাণ্ডুলিপি নাকি সম্পূর্ণ  ভুয়ো । এটা  তার লেখা  আত্মজীবনী   নয় । তদন্তে   শেষ   পর্যন্ত  যা বেরিয়ে  আসে  তা অভাবনীয় । লেখকের এই   গল্প  থেকেই   শুরু   হয়  বেগ- বাস্টার্ড   দ্বৈত ,যা  চলতে  থাকে  এই  সিরিজের  পরবর্তী  অন্যান্য গল্পগুলোতে  ও  ।
 (  বাকি  বই  গুলোর রিভিউ  আমি  পরে  দেবো  )




মার ভালোলাগা ::

গল্পের বাঁধন, ডেটেলিং ও প্লট  নির্মাণ  অসাধারণ  ।  
এছাড়া  ঘটনার পর্যায়ক্রম  এবং তাদের  মধ্যে পারস্পরিক  সংযোগ  যা  আমাকে  মুগ্ধ  করেছে।গল্পের  প্রতিটি চরিত্র  নির্মাণ  অসাধারণ, বিশেষ  করে  প্রধান দুটো  চরিত্র  জেফরি  বেগ  ও  বাস্টার্ডকে  লেখক  যে  ভাবে সুন্দর  করে  ফুটিয়ে  তুলেছেন  তা অনবদ্য । এমনকি  খলনায়াক  বাস্টার্ড  মধ্যেও  নায়কোচিত গুনাবলী ও  স্বভাব  খুঁজে পাওয়া  যায় । সব  মিলিয়ে  গল্পের  টানটান  উত্তেজনা ও  অসামান্য  গতির  জন্য আপনার ভালো  লাগতে  বাধ্য । যত বেশি  পাতা  উল্টাবেন  ততো  বেশি আপনি  গল্পের  উত্তেজনার   সাথে  একাত্ম  হবেন   ।


 
        🎗️   ন্যবাদ সবাই কে।।
 আরো   বেশি  বেশি   করে   বই  পড়ুন
ও  ভালো  থাকুন  ।


   
AUTHORITY OF

  RAINBOW SUBHRO SCAPBOOK .

                 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফাস্ট ফুড, চাউমিন বা ন্যুডলস। Health is Your Wealth. 🥣

🌍🌏 ধুবুলিয়া ঃঃ THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR2 [ পর্ব =১৫ ]

THE FORGOTTEN AIRPORT OF WW 2 পর্ব = ১৪🧧