THE FORGOTTEN BATTLE GROUND OF WORLD WAR -2"
ধারাবাহিক ভাবে বর্ণিত:: : ( তৃতীয় পর্ব) DHUBULIA :: THE FORGTTEN AIPORT OF WORLD WAR -2" মনের মধ্যে একটা নতুন ভাবনা সৃষ্টি হলো, ধুবুলিয়ার ইতিহাস নিয়ে ভিডিও তো বানাতেই পারি !! ব্যপারটা পরিশ্রমসার্ধও ,হলেও এর মধ্যে মজা আছে , অ্যাডভেঞ্ছার আছে । সেই দিন রাতেই মনে মনে ভাবলাম. কোনো কিছু ভাবা এবং সেটাকে বাস্তবায়িত করার মধ্যে অনেক ফারাক , ঠিক করলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে নির্মিত ধুবুলিয়া এয়ারপোর্টকে কেন্দ্র করে ভিডিও বানাবো , সিরিজ আকারে. মুল উদ্দেশ্য সেই সময়ের যে সব কনস্ট্রাকশন গুলো এখনো টিকে রয়েছে, সেগুলি খুঁজে বের করে এর ইতিহাস তুলে ধরা !!!! জানিন এই সব জিনিস গুলি আর কত দিন টিকে থাকতে পারবে , ইতিমধ্যে অনেক নষ্টও হয়ে গেছে । দ্বিতীয় বি...