THE FORGOTTEN BATTLE GROUND OF WORLD WAR -2"

 ধারাবাহিক  ভাবে  বর্ণিত:::
                    ( তৃতীয় পর্ব)



   DHUBULIA ::
THE FORGTTEN AIPORT  OF  WORLD  WAR -2"

মনের মধ্যে একটা নতুন ভাবনা  সৃষ্টি  হলো, ধুবুলিয়ার ইতিহাস নিয়ে  ভিডিও তো  বানাতেই  পারি !! ব্যপারটা পরিশ্রমসার্ধও ,হলেও এর মধ্যে মজা আছে , অ্যাডভেঞ্ছার আছে ।  সেই দিন  রাতেই  মনে মনে  ভাবলাম. 
     



   কোনো কিছু ভাবা এবং সেটাকে বাস্তবায়িত করার মধ্যে  অনেক ফারাক ,
  ঠিক করলাম  দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে নির্মিত ধুবুলিয়া এয়ারপোর্টকে কেন্দ্র করে ভিডিও বানাবো , সিরিজ আকারে. মুল উদ্দেশ্য সেই সময়ের যে  সব কনস্ট্রাকশন গুলো এখনো টিকে রয়েছে, সেগুলি  খুঁজে বের করে  এর ইতিহাস তুলে ধরা !!!!  জানিন  এই সব জিনিস গুলি আর কত দিন টিকে থাকতে পারবে , ইতিমধ্যে অনেক নষ্টও হয়ে গেছে ।


          
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর ইতিহাস আমার অত্যন্ত প্রিয় । তাই এর সাথে যুক্ত কোন বিষয়ে কাজ করাটা আমার কাছে অনেকটা স্বপ্ন পূরণের মতন । এখন শুধু  দরকার প্রয়োজনীয়ও তথ্য ।
অনেক  প্রশ্নঃ  মনের  মধ্যে  ঘুরপাক খাচ্ছিলো,
যেমন , কেন এখানেই এয়ারপোর্ট তৈরী  হলো ?
কাদের ব্যবহারের জন্য ? 
দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই এয়ারপোর্ট এর ভুমিকা কি ছিল ?
এই এয়ারপোর্ট কি প্লেন নামতো ?
 এয়ারপোর্ট  বন্ধ হল কেন ?
এরকম অনেক কিছু !!!
এই  সব ইনফোর ব্যাপারে প্রাইমারি হেল্প পেলাম  বাবার থেকে ।
তিনি  আমাকে নিয়ে  গেলেন  প্রবীণ  নাগরিক আবু তাহের  জঙ্গি  মহাশয়ের  কাছে.
         অনেক  কিছু  শুনলাম   !!!!!
( তিনি ছেলে বেলায়  নিজেই এই  এয়ার পোর্ট  তৈরী হতে, প্লেন ল্যান্ডিং, takeoff  করতে, এবং  বিভিন্ন অফিসারদের ও বিভিন্ন কার্যকলাপ দেখেছেন ) বাকিটা  সাহায্য  করলেন শঙ্কর দাস  মজুমদার মহাশয়
(   ভিডিওতে আছেন )


     
                   আর  বাকিটা  খুজে পেলাম  গুগল  থেকে.  একটা অজানা ও ভুলে যাওয়া  ইতিহাস । দেখলাম  Royal এয়ারফোর্স ্বা R. A. F এর  99 স্কোয়ার্ডরণের  ব্যবহারের জন্যই এই এয়ারপোর্ট তৈরী করা হয়েছিল. অবাক হলাম , R. A. F এর  99 স্কোয়ার্ডরণ এখনো স্মবহিমায় বর্তমান ।
     এখন  ইংল্যান্ডের ব্রাইজ নরট্রণ এখন এই স্কোয়ার্ডনের হেড কোয়ার্টার । দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে কোথায়ে ছিল সেটা খুঁজে পাওয়া গেল না ।




                          যাইহোক কিছু
 প্রাথমিক  ইনফো কালেক্ট করা হলো. এবারে  দরকার  একটা                উৎসাহী  টীমের ,পাপ্পু,  গোপাল  তো  আছেই. আরো কয়েক  জন  দরকার .তখন  মনে  পড়লো  আমার  দুইজন অতি  উৎসাহী  স্টুডেন্টের কথা. রজত  ও  আবির.


                              ওদের  ব
ললাম 
             নতুন  ভিডিও  তৈরী  করছি,  থাকবি  নাকি???
                        নিশ্চই  থাকবো  স্যার !!
                   ওরা সঙ্গে সঙ্গে  রাজি.
  অবশ্য আরো  দুই জন  (অর্পন  আর  বনি )   আমাদের এই  দলে   যোগ  দেয়।  এখন আমারা মোট ছয় জন ।
                   ..
     ক্রমশ  

All writings and other content here are entirely the author's own.
Any use without permission is prohibited by law, as per Section 14 of the Copyright Act of 1957.

                               
                         

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফাস্ট ফুড, চাউমিন বা ন্যুডলস। Health is Your Wealth. 🥣

🌍🌏 ধুবুলিয়া ঃঃ THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR2 [ পর্ব =১৫ ]

THE FORGOTTEN AIRPORT OF WW 2 পর্ব = ১৪🧧