পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

THE FORGOTTEN AiRPORT OF WORLD WAR 2" [ একাদশ পর্ব ]

ছবি
  :: THE FORGOTTEN AiRPORT OF WORLD WAR 2" একাদশ পর্ব ] War is Complex Business স বচেয়ে কষ্টকর ব্যপার কি জানিস পাপ্পু !! ধর, এই যে এতো গরীব সাধারণ ভারতীয় মানুষগুলো দিনরাত পরিশ্রম করে এই সমস্ত এয়ারপোর্ট গুলো তৈরী করলো, তাদের এই পরিশ্রমের কিন্তু কেউ কোনো মূল্য দেয় নি. তাঁদের নিয়ে না আছে কোনো লেখা, না আছে কোনো চৰ্চা, আর না আছে কোনো ডকুমেন্টস । আসলে এদের ইতিহাস কেউ মনে রাখেনি প্রয়োজন ও মনে করে নি । তাই সবটাই কালের গর্ভে বিলীন হয়েগেছে. আমারা আর কখনই এই সব মানুষদের দুঃখ, কষ্ট ও পরিশ্রমের কথা জানতে পারবো না !!! হ্যাঁ !! তুমি একদম ঠিক কথা বলেছ !! আমার একটা প্রশ্ন আছে !! যাদের বাড়ি ঘর ভেঙে এই সব এয়ারপোর্ট গুলো নির্মাণ করা হয়েছিল তাদের কি কোনো রকমের ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা ছিলো কি ?? দেখ, সরকারি নথিপত্র অনুসারে সামান্য হলেও কম্পেনসেশনের ব্যবস্থা করা ছিলো. কিন্তু সমস্যা কি জানিস এই সামান্য টাকাটাও এদের হাতে পৌঁছাত না. বেশিরভাগ অংশটাই মধ্যেসত্তভোগীরা আত্মসাদ করে নিতো. ঠিক এখন যেমন হয়  !!! এদের কষ্ট এখানেই শেষ নয়, এয়ারপোর্ট তৈরী হবার পরে এই সব এ...

THE ALIEN & THE MYSTERIOUS NAZCA LINES !!! ( প্রথম পর্ব )

ছবি
    প্রান আসলে কি ? কিভাবে এর সৃষ্টি ?  এর সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি।  এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের  কল্পনার শক্তির বাইরে, ভাবনার বাইরে ।   তবে ১৯৫২ সালের একটা পরীক্ষায় প্রমান হয়ে ছিল যে,  প্রান  সৃষ্টির  জন্য প্রয়োজনীয় উপাদান যেমন, জল, অ্যামোনিয়া , মিথেন ,হাইড্রোজেন আদিম পৃথিবীতে ছিল তাই হয়তো এখানে প্রানের সৃষ্টি সম্ভব হয়েছে। কিন্তু এই বিশাল  বিশ্ব ব্রম্ভান্দে আছে অন্য গ্যালাক্সি , আছে লক্ষ-কোটি নক্ষত্র। আছে অনেক গ্রহও ।এখানে তো জল বা অন্যান্য উপাদান তো থাকতেই পারে ।   NASA  হিসেব বলছে আমাদের গ্যালাক্সি তেই আছে ২৪০ কোটির বেশি Habitable Planet   বা  বাসযোগ্য   গ্রহ। এদের মধ্যে কিছু  গ্রহে    প্রানের সৃষ্টি অসম্ভব নয় । কারন এমন  হতেই পারে । আজ নয় কাল ভিন  গ্রহের  প্রানিদের সাথে মানুষের  দেখা হবেই , আবার  হয়তো এমনও হতে পারে দেখা হয়েই গেছে সুদূর অতীতে ,আধুনিক সভ্যতার অনেক পূর্বে ।  তার কিছু প্রমান রয়ে গেছে আজও পৃথিবীর নানা প্রান্তে্‌ ,অগোচরে । ...

THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR- 2 !!! দশম অধ্যায় !!!

ছবি
      T HE  FORGOTTEN AIRPORT OF  WORLD WAR-2                                                War  Is  A   Complex   Business :       , যে কোনো   সাকসেসফুল মিলিটারি  অপারেশন  জন্য  দুটো জিনিস  অবশ্যই   প্রয়োজন!    এক :     P roper  Infrastructure     এবং     দুই :  L ogistical   Backing.                            আর ব্রিটিশরা বুদ্ধিমান জাতি, এটা প্রথম থেকেই তাদের কাছে পরিষ্কার ,বিশ্ব যুদ্ধের ন্যায়   দীর্ঘস্থায়ী ও ধ্বংসতক যুদ্ধে জয় লাভের বিষয়ে নির্ণয়ক  ভূমিকা নেবে নেভি এবং এয়ারফোর্স .     বিশেষ করে বার্মার দুর্গম এরিয়ায় এয়ারফোর্স ভূমিকা তো বলাই বাহুল্য !              ...