THE FORGOTTEN AiRPORT OF WORLD WAR 2" [ একাদশ পর্ব ]
:: THE FORGOTTEN AiRPORT OF WORLD WAR 2" একাদশ পর্ব ] War is Complex Business স বচেয়ে কষ্টকর ব্যপার কি জানিস পাপ্পু !! ধর, এই যে এতো গরীব সাধারণ ভারতীয় মানুষগুলো দিনরাত পরিশ্রম করে এই সমস্ত এয়ারপোর্ট গুলো তৈরী করলো, তাদের এই পরিশ্রমের কিন্তু কেউ কোনো মূল্য দেয় নি. তাঁদের নিয়ে না আছে কোনো লেখা, না আছে কোনো চৰ্চা, আর না আছে কোনো ডকুমেন্টস । আসলে এদের ইতিহাস কেউ মনে রাখেনি প্রয়োজন ও মনে করে নি । তাই সবটাই কালের গর্ভে বিলীন হয়েগেছে. আমারা আর কখনই এই সব মানুষদের দুঃখ, কষ্ট ও পরিশ্রমের কথা জানতে পারবো না !!! হ্যাঁ !! তুমি একদম ঠিক কথা বলেছ !! আমার একটা প্রশ্ন আছে !! যাদের বাড়ি ঘর ভেঙে এই সব এয়ারপোর্ট গুলো নির্মাণ করা হয়েছিল তাদের কি কোনো রকমের ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা ছিলো কি ?? দেখ, সরকারি নথিপত্র অনুসারে সামান্য হলেও কম্পেনসেশনের ব্যবস্থা করা ছিলো. কিন্তু সমস্যা কি জানিস এই সামান্য টাকাটাও এদের হাতে পৌঁছাত না. বেশিরভাগ অংশটাই মধ্যেসত্তভোগীরা আত্মসাদ করে নিতো. ঠিক এখন যেমন হয় !!! এদের কষ্ট এখানেই শেষ নয়, এয়ারপোর্ট তৈরী হবার পরে এই সব এ...