THE ALIEN & THE MYSTERIOUS NAZCA LINES !!! ( প্রথম পর্ব )
প্রান আসলে কি ? কিভাবে এর সৃষ্টি ? এর সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি। এই পৃথিবীতে অনেক কিছু আছে যা আমাদের কল্পনার শক্তির বাইরে, ভাবনার বাইরে । তবে ১৯৫২ সালের একটা পরীক্ষায় প্রমান হয়ে ছিল যে, প্রান সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন, জল, অ্যামোনিয়া , মিথেন ,হাইড্রোজেন আদিম পৃথিবীতে ছিল তাই হয়তো এখানে প্রানের সৃষ্টি সম্ভব হয়েছে।
কিন্তু এই বিশাল বিশ্ব ব্রম্ভান্দে আছে অন্য গ্যালাক্সি , আছে লক্ষ-কোটি নক্ষত্র। আছে অনেক গ্রহও ।এখানে তো জল বা অন্যান্য উপাদান তো থাকতেই পারে ।
NASA হিসেব বলছে আমাদের গ্যালাক্সি তেই আছে ২৪০ কোটির বেশি Habitable Planet বা বাসযোগ্য গ্রহ। এদের মধ্যে কিছু গ্রহে প্রানের সৃষ্টি অসম্ভব নয় । কারন এমন হতেই পারে । আজ নয় কাল ভিন গ্রহের প্রানিদের সাথে মানুষের দেখা হবেই , আবার হয়তো এমনও হতে পারে দেখা হয়েই গেছে সুদূর অতীতে ,আধুনিক সভ্যতার অনেক পূর্বে । তার কিছু প্রমান রয়ে গেছে আজও পৃথিবীর নানা প্রান্তে্ ,অগোচরে ।
শারলক হোমসের অনুসারে বলা যায়, " When You Have Excluded The Impossible, Whatever Remains, However Improbable , Must Be Truth " অর্থাৎ আপনি যখন অসম্ভব কে বাদ দেবেন,তখন আপনার সামনে যা থাকবে , যদিও সেটা অসম্ভব মনে হতে পারে ,তবুও সেটাই সত্যি ।
⛔ এইসব নিয়েই আজকের গল্প...
ALIEN & THE MYSTERIOUS NAZCA LINES "
সকাল ৯,
এলিয়েন্ বলে সত্যি কিছু আছে ? নিশোর দিকে তাকিয়ে অর্ক জিজ্ঞাসা করলো ।
রবিবারের সকাল,অক্টোবরের শেষ,চারপাশে একতা শীতল শীতল আবহাওয়া,পুজার ছুটি ,এখন পড়াশোনার চাপ কম,এই সময়টা বেশ মজার !
ওরা বলতে নিশো আর অর্ক ,দুজনেই একদম ছোটবেলার বন্ধু ।
পড়াশোনার পাশাপাশি ওদের আগ্রহের বিশয় ও এক রকমের ! ইতিহাসের পুরানো সব রহস্য-রোমাঞ্চ ,অ্যাডভেঞর ।
মনে মনে ঠিক করেই রেখেছে বড় হয়ে দেশ-বিদেশের নানা উন্সল্ভে রহস্য উন্মোচন করে বেরাবে । এর ভিতরে যে আনন্দ আর মজা আছে তা কিছুতেই নেই ,ওরা মনে করে।
বাড়িতে কিন্তু কেউ ওদের এই ইচ্ছের কথা বলেনি । শুধু একজন, জানে,ভিক্টরদা !
আসলে সিলেবাসের বাইরে ওদের আগ্রহ গড়ে ওঠার প্রথান কারনই তো ভিক্টরদা ! পাড়ার দাদা, যেমন ব্রাইট তেমনি বুদ্ধিমান !
এ-লি-য়ে-ন্ ? অর্কর প্রশ্ন শুনে নিশোর ভুরু কুঁচকে গেল ? হটাৎ ??
মানে তুই তো জানিস তো আমি হলিউড সিনেমা দেখতে ভীষণ ভালবাসি , কালকে বিকালে এলিয়নের একটা সিনেমা দেখছিলাম, কি দারুন সিনেমা ।আর তার পর থেকেই এই সব ভাবনা মনের মধ্যে ঘুরছে।
এলিয়েন বা U. F. O এই সব কি সত্যি ? পৃথিবীর সাথে এলিয়েন কোন যোগাযোগ ছিল ?
নিশো বলল, হুম, বিষয়টা বুঝলাম ।
কিন্তু, আমি এই বিশয়ে বিশেষ কিছুই জানি না ,
এক কাজ করি ! চল আমরা বরং ভিক্টরদার বাড়ি যাই ! অনেক কিছু জানতে পারবো , হয়ত একটা গল্পও শুনতে পাবো ,দারুন হবে। কি বলিস ??
ঠিক বলেছিস, হয়তো জমিয়ে গল্প হবে ।
অর্ক সম্মতি প্রকাশ করলো ।
⛔ ভিক্টরদার বাড়িতে :::
ভিক্টরদা বাড়ি ওদের পাড়ার একদম শেষ প্রান্তে ,বাংলো প্যাটার্ন সাদা রঙের, পুরনো স্টাইলের বাড়ি, সামনে বিরাট বড় বারি,। সেখানে নানা রকমের দেশি বিদেশী গাছ পালায় ভর্তি ।আর সামনে নকশা করা লোহার বড় গেট । ওরা গেট ঠেলে ভিতরে ঢুকতেই দূর থেকেই ভিক্টরদার ঘরের জানলা দিয়ে হাল্কা ভলিউম ক্লাসিকাল সংগীতের আওয়াজ সুনতে পেল ,এটা অবশ্য একটা অবাক করার মতন ঘটনা নয়,ওরা ভাল ভাবেই জানে ভিক্টরদা ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজিকের একজন বিরাট বড়ো ভক্ত ! এই বিশয়ে ওর অগাদ জ্ঞ্যান , কত কিছু জানে , কি সব নাম , কত রকমের বিদেশের ম্যাগাজিন যে ওর সংগ্রহে আছে । সে নাম গুলো ও ভীষণ মজার ও অদ্ভুদ । ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজিকের আওয়াজ আছে মানে ভিক্টরদা বাড়িতে আছে ।
বাড়ির লন দিয়ে খুব ধীর পায়ে একটু সামনে এগিয়ে যেতেই ওদের চোখে পরল , ঐ তো ,ভিক্টরদা বাড়ির সামনের খোলা বারান্দায় , হাতে গরম কফি মগ আর সামনে খুলে রাখা সকালের পেপার । খুব মন দিয়ে দেখছে।
দূর থেকে ওরা বলল,
গুডমর্নিং ভিক্টরদা ... কেমন আছো ???
গুডমর্নিং! গুডমর্নিং ! কি ব্যাপারে মানিকজোর ! ভিক্টরদা মুখ তুলে তাকিয়ে স্মিদু হেসে বলল।
এতো সকাল সকাল !
অর্ক মাথা চুলকে বলল, তোমার সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে হল , তাই চলে আসলাম, অনেক কথা জমা হয়ে আছে ,নতুন গল্প শোনাও হয় নি অনেক দিন ।
অর্ক মাথা চুলকে বলল, তোমার সাথে আড্ডা দেওয়ার ইচ্ছে হল , তাই চলে আসলাম, অনেক কথা জমা হয়ে আছে ,নতুন গল্প শোনাও হয় নি অনেক দিন ।
তবে আজকে একটা বিশেষ বিশয় নিয়ে তোমার কাছে এসেছি, এটা একটু ভালোভাবে জানতে চাই !
তাই , বেশ ঠিক আছে ,
সে শুনবো ,আগে বস ,বলে ভিক্টরদা সামনের থাকা চেয়ারের দিকে ইঙ্গিত করলো ।
তারপরে গরম গরম কফিতে চুমুক দিয়ে ! হাতের পেপার টেবিলের ওপরে রেখে বললও , এবারে শুনি এই বিশেষ বিষয়টা কি ?
একটু থেমে নিচু স্বরে অর্ক জিগ্যাসা করল, তুমি এলিয়েন বিশ্বাস করো ভিক্টরদা ?
মানে তমার কি মনে হয়, সত্যি পৃথিবীর বাইরে অন্য কোন গ্রহে মানুষের মতন প্রাণী আছে ?
হটাৎ এলিয়েন ? ভিক্টরদা কফি মগটা নামিয়ে , ভুরু কুঁচকে জিগ্যাসা করল।
অর্ক বলল , এলিয়েন নিয়ে উৎসাহ আমার অনেক দিনের , তবে কালকে একটা হলিউড মুভি দেখছিলাম নাম The Battle ship' , এই সিনেমাটা এলিয়েনদের নিয়ে, এর পর থেকেই বিষয়টা নিয়ে আমার আরও বেশি কৌতূহল সৃষ্টি হয়েছে !
হম ! এতোক্ষণে ব্যাপারটা বুঝলাম , ব্যাপারটা আসলে ফ্লিমের এফেক্ট । এই Science-fiction সিনেমা টা আমি দেখেছি, ভালোই লাগবে। এবারে প্রসঙ্গ ঘুরে যাচ্ছে দেখে,
আরে ,সত্যি সত্যি বলো না ,ভিন গ্রহে প্রাণী আছে ? অর্ক আবার জিগ্যাসা করলো ।
আরে ,সত্যি সত্যি বলো না ,ভিন গ্রহে প্রাণী আছে ? অর্ক আবার জিগ্যাসা করলো ।
ভিক্টরদা একটু গম্ভীর গলায় বলল ,Nothing is Impossible আমাদের মাথার উপরে এই যে বিশাল ইউনিভার্স , এর মধ্যে যে কত রহস্য লুকিয়ে আছে , তা কেউ বলতে পারবে না। আমাদের চারপাশের
এই বিরাট পৃথিবীতে এখনো যে কতো আনসল্ভ মিস্ট্রি আছে যা ! সেসব কি কিছু কম আশ্চর্যের নাকি !!
কত রহস্য !!
রহস্য ?? এবারে একটা গল্পের আশায়। ওরা দুজনে নড়ে চড়ে বসলো ,
আমাদের সেরকম একটা আজকে বলো প্লিজ !!
ভিক্টরদা হেসে বলল, তোরা এলিয়েনের কথা বলছিলি না, তাহলে আজকে এমন একটা রহস্যময় জায়গার গল্প বলি, যার সাথে এলিয়েনের যোগাযোগের সাংঘাতিক বিতর্ক রয়েছে । এর সঠিক উত্তর এখনো কিন্তু পাওয়া যায়নি ! ।
তাই নাকি ???
হম তাই !! জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভিক্টরদা বলল,
হম তাই !! জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভিক্টরদা বলল,
তবে এটা পুরপুরি গল্প না , অনেকটাই সত্যি ।
দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ , পেরুর নাম নিশ্চয়ই শুনেছিস । প্রাচীন ইতিহাস সম্রিধ শালী দেশ ।
রাজধানী শহর লিমা.
এই লিমা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণ দিকে যাওয়া যায় ,তাহলে দুটো আরও বড় বড় শহর আমারা দেখতে পাবো । উত্তরদিকে প্যালপা ও দক্ষিনে নাজকা । এই দুটো শহরের মাঝখানে আছে প্রায় ৭৫ হাজার হেক্টর কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত বিরাট এক মরুভুমি, যার স্থানীয় নাম ' রিও গ্রান্ডে ডে নাসকা '।
আমাদের আজকের গল্প এই মরুভুমিকে নিয়ে।
সাধারণত মরুভুমি বললে আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে , ধুঁ ধুঁ বালির প্রান্তর, উঠ ,ফেলুদা আর সোনার কেল্লা । কিন্তু এখানের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা , এই মরুভুমিতে না আছে বালি না আছে উঠ না সোনার কেল্লা
সেকি , মরুভুমিতে বালি নেই ? অর্ক অবাক হল ।
না ,নেই । এখানে বালির বদলে আছে বাদামি রংয়ের আয়রন অক্সাইড পাথর, আর এই পাথরের তলায় আছে চুনামাটি !
অদ্ভুত,কিন্তু ভিক্টরদা এর সাথে এলিয়েন কি সম্পর্ক ??
নিশো বলে উঠলো !!!
বলছি বলছি,আগে এই জায়গাটার সম্পর্কে ভালো ভাবে শুনে নে, নাহলে পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবি না!
বলছি বলছি,আগে এই জায়গাটার সম্পর্কে ভালো ভাবে শুনে নে, নাহলে পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবি না!
আচ্ছা, তুমি গল্প কন্টিনিউ করো প্লিজ, অর্ক বলল !!!
হম,যেটা বলছিলাম !! ভিক্টরদা আবার শুরু করে,
হম,যেটা বলছিলাম !! ভিক্টরদা আবার শুরু করে,
এই মরুভূমিতে ৫০০ বর্গ কিলোমিটার জুড়ে আছে ১০ হাজারের ও বেশি বিরাট আকৃতির রেখা, ছবি ও বিভিন্ন রকমের সিম্বল, বিরাট এক রহস্যময় কর্মকাণ্ড ।
আশ্চর্য ব্যাপার কি জানিস ,এই গুলো একটাও কিন্তু প্রকৃতির নিজের খেয়ালে সৃষ্ট নয় ! .
এই ছবিগুলো এতটাই বৃহৎ যে মাটিতে দাঁড়িয়ে এগুলো একটাও কিছু বোঝার কোনো উপায় নেই !!!
[ কোনো কোন চিত্র তো প্রায় ২০০ মিটার অঞ্চল জুড়ে বিস্তৃত ]
তাহলে এগুলো কি ভাবে আবিস্কার হল ? অর্ক জিজ্ঞাসা করলো !!!
প্রথমে এরোপ্লেন থেকে ,তারপরে ড্রোন পিকচারের মাধ্যমে !!! কারন একমাত্র পৃথিবীর মাটি থেকে অনেক উপরের উঠে দেখলেই এই অদ্ভুত ছবিগুলো বোঝা যায় !!
কি আশ্চর্য !! মরুভুমিতে বালি নেই ,আছে পাথরের পাহাড় ,আর সেই ফাঁকা পাহাড়ের গায়ে ছবি ??
কি রকমের ছবি আছে এখানে ???
এবারে রহস্যর গন্ধ পেয়ে অর্ক নড়েচড়ে বসলো !
সত্যি বলতে কি জায়গাটা এতো বড় যে, এখনো পুরোপুরি সব ছবি আবিষ্কার করা সম্ভব হয় নি !
তবে মোটামুটি যা পাওয়া গেছে, তাও অনেক, যেমন ধর ৮০০ বেশি সোজাসুজি লাইন, ৭০ টার বেশি বিভিন্ন রকমের প্রাণী ও গাছ পালার চিত্র, আরও অনেক ।
এবারে রহস্যর গন্ধ পেয়ে অর্ক নড়েচড়ে বসলো !
সত্যি বলতে কি জায়গাটা এতো বড় যে, এখনো পুরোপুরি সব ছবি আবিষ্কার করা সম্ভব হয় নি !
তবে মোটামুটি যা পাওয়া গেছে, তাও অনেক, যেমন ধর ৮০০ বেশি সোজাসুজি লাইন, ৭০ টার বেশি বিভিন্ন রকমের প্রাণী ও গাছ পালার চিত্র, আরও অনেক ।
তবে সব চেয়ে অদ্ভুত আবিষ্কার হলো ৩০০ টির বেশি বিভিন্ন জিওমেট্রিক সিম্বল.
জি-ও-মে-ট্রি-ক সিম্বল ?? শন অবাক হল ।
ঠিক ,শুনেছিস। জিওমেট্রিক সিম্বল, আর এদের মধ্যে সব চেয়ে আশ্চর্য সিম্বল হল, Mandala !!!
M-a-n-d-a-l-a ? সেটা আবার কি ?
Mandala মানে Circle , এটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। Its Represents The Spiritual Journey Starting From Outside To Inner Core.
ভারতের প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির সাথে Mandala র সম্পর্ক খুব ঘনিষ্ট ।
আরও অদ্ভুদ ব্যাপার ,যত শুনছি ততই অবাক হচ্ছি ! ভিক্টরদা ,ইতিহাসে তো এরকম কোন যোগাযোগের কথা কখনো শুনিনি ।
কারা করলো ? কিভাবে হল ?? আর কারন কি ?
ভিক্টরদা হেসে বলল, আরে সেটাই এই গল্পের তো মূল আকর্ষণ, আবার মূল রহস্য ও বলা যায় !!!
কারণ এই রহস্য এর সাথেই যুক্ত এলিয়েন বা U. F. O গল্প !
U. F. O কি, জানা আছে তো ?
হুম, জানি, Unidentified Flying Object , মানে সোজা কথায় যে যন্ত্রে চেপে এলিয়েনরা পৃথিবীতে এসেছিল ।
বেশ, উত্তরটা শুনে ভিক্টরদা খুশী হল।
এবারে সুইজারলান্দের একজন বিখ্যাত লেখকের কথা বলি ,এরিক ফন দানিকেন , তিনি ছিলেন। বহিজাগতিক দর্শনে দৃঢ় বিশ্বাসী ।তিনিই সবার প্রথমে এলিয়েন বিষয়ে এই বিতর্কিত তত্ত্বটি উপস্থাপন করেছিলেন।
তারমতে প্রাচীনকালে ভিন গ্রহের বুদ্ধিমান প্রাণী বা এলিয়েনরা পৃথিবীতে আসতো ,আর তাদের সাথে পৃথিবীর কোন কোন জায়গার মানুষের সাথে ঘনিষ্ট সম্পর্ক ছিলো !দানিকেনের মতে এই সব
জায়গা গুলোর মধ্যে একটা এই রিও গ্রান্ডে ডে নাসকা ' ।
এলিয়েনরা তাদের স্পেস শিপে চেপে এখানে আসতো ! আর এই সব লাইনগুলি ছিলো তাদের U. F. O বা স্পেস শিপ নামার রানওয়ে বা ল্যান্ডিং প্যাড !!
আর তারা যাতে উপর থেকে এই জায়গাটা চিনতে পারে সেই জন্যেই এই সব বিরাট আকৃতির ছবি গুলি আঁকা হয়েছিল !!!! !
ভিক্টরদা অর্কর মুখের দিকে তাকিয়ে বলল সেটা বলবো ! তারআগে
চল একটু বাইরে যাওয়া যাক,
বাকি গল্পটা খোলা আকাশের নিচে হবে !!
চল একটু বাইরে যাওয়া যাক,
বাকি গল্পটা খোলা আকাশের নিচে হবে !!
ক্রমশঃ
[ বাকিটা পরে ]
এই গল্প গুলি ধারাবাহিক ভাবে এই ব্লগে লেখা হবে !
তাই আপনাদের কাছে বিনিত নিবেদন যে পরবর্তী পর্ব গুলো পড়ার জন্য এই ব্লগটিকে বুক মার্ক করে রাখুন !
আর এই নতুন প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান !
All writings here are entirely the author's own., It may not be reproduced or copied in any form without the written permission of the owner.
as per Section 14 of the Copyright Act of 1957.






Osadharon lekhoni... Puro golpo ta shunte amio agrohi... Khub taratari next part ta nie eso
উত্তরমুছুননিশ্চই !!! ধন্যবাদ !!👌🏻
মুছুন