Dhubulia !!!!!! The Forgotten Battle Ground OF World War 2 !!!!
( পর্ব = ৫ তম)
আমার ভিডিও তোলার আগে এবং পরের কিছু মুহূর্ত, সেই সময়ে বয়ে চলা কিছু ঘটনার খুটি নাটি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মুহূর্ত গুলি জড়ো করে বন্ধু মহলে পৌঁছে দেবার চেষ্টা করছি এই লেখার মাধ্যমে.
আসলে এটা এমন একটি বই যেখানে আমার ভাবনা, ভালোলাগা , অভিজ্ঞতা সবই শেয়ার করতে চাইছি.
তোমার ভিডিও ওই জায়গা গুলো সব টা কোথায়, কোথায় ?
আমরা সামনাসামনি দেখতে চাই,
ছবিও তুলতে চাই!!!
🧭 Plot-06
কিছু টুকটাক কিছু ভিডিও তুললাম..
মূল উদ্দেশ্য ছিলো জায়গা টা ভালো ভাবে দেখা .
খুবই ভালো লাগলো. থাঙ্ক উ দাদা!! এরকম একটা হেরিতেজ দেখানোর জন্য!!! আচ্ছা এরকম আরো আছে নাকি ধুবুলিয়ায়?
গোপালের প্রশ্নের উত্তরে বললাম, হুম আছে তো ! দেখবি ???
তাহলে দেখেতে চাই আমি,
আজকেই দেখবি?
নিশ্চই দেখবো, কোথায়, কতো দূরে?
গোপালের গলায় ত্রিব্র এক্সসাইটমেন্ট এর আভাস পেলাম .
ঠিক আছে..
চল কাছেই !!!!
🌎 PLOT -07.
A PLACE OF LEISUREORThe Entertainment Room.(For R. A. F)
এই জায়গায় আমি ছেলে বেলায় অনেক বার এসেছি ,গাছ থেকে কুল পারার জন্য. যতদূর মনে পরে তখন এই বাড়িটার ভিতরে অনেক গুলো বড়ো বড়ো কুল গাছ ছিলো.আমার বন্ধু নারায়ণ, টিফিন হলেই বলতো চল আজকে আবার কুল পারবো. দারুন মিষ্টি কুল !!!
যদিও তখন এটাকে সবাই বলতো নীলকর সাহেবের কুঠি.( বহুল প্রচলিত প্রবাদ, যেকোনো পুরোনো কনস্ট্রাকশন দেখলেই সবার যেটা মাথায়ে আসে ) . এখন বাড়িটি ভগ্ন, এবং বাঁশ ঝোপ ঝাড়ে পরিপূর্ণ..সন্ধ্যা হয়ে গেছে .তাই বেশি দেরি না করে কিছুক্ষন থেকে ফিরে আসলাম.প্রাথমিক দুটো স্পট ঘুরে দেখা এবং সিলেকশন করে নিলাম.
🧭 The NEXT DAY
✨️ সকাল বেলায়,
হ্যালো পাপ্পু গুডমর্নিংগুডমর্নিং দাদা, কি খবর!!ভালো আচ্ছা আজকে তোর কি প্ল্যান ?প্ল্যান!তেমন কিছুই না.হুম..... ঠিক আছে . তাহলে আজকে আমি তোদের ওখানে যাবো কিছু ভিডিও তুলবো, ওখানে কিসব আছে বললি, তুই নিয়ে যাবি আমাকে দেখাতে, সঙ্গে ও থাকবি.বাহ্ নিশ্চই... কখন আসবে বলো?পাপ্পুর গলায় উত্তেজনার আভাস.এই 10 টা নাগাদ..আর হ্যা, ভাবছি শঙ্কর কাকুর ( পাপ্পুর বাবা) একটা ছোট্ট বাইট নেবো.. এই সব ম্যাটার গুলোর বিষয়ে
. তুই ব্যবস্থা কর..ওকে হয়ে যাবে আমি সব ম্যানেজ করে নিচ্ছি..তুমি শুধু এসো.
সেই দিন (Around 10. Am)প্রথমে ঠিক করলাম শঙ্কর কাকুরভিডিওটা আগে তুলবো,স্পট গুলোতে তারপরে যাবো. .... !!!!!!!!
.ক্রমশঃ
(বাকিটা পরে)




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন