DHUBULIA !!!! THE FORGOTTEN BATTLE GROUND OF WORLD WAR 2 !!
🧭 DHUBULIA :: THE FORGOTTEN BATTLE GROUND OF WORLD WAR 2
(ষষ্ঠ পর্ব)
LIFE IS STRANGER THAN FICTION
জীবন সব সময়ে একটা গোলক ধাঁধা . এর প্রতিটি মুহূর্তে এবং বাঁকে লুকিয়ে আছে অভাবনীয় চমক. তাই নিজের অন্তরের ভালোলাগা ও ভালোবাসা কাজের অনুসন্ধান করাই আমাদের উদেশ্য.সেখানেই আমরা খুঁজে পেতে পারি জীবনের আমাদের সম্পূর্ণতাকে.প্রয়োজন শুধু গভীর আত্ম উপলব্ধি ও আত্ম অনুসন্ধান.সব সময় মনে হয় বিভিন্ন সময়, আমাদের সবার প্রয়োজন নিজস্ব কর্মের পরিধি ও ক্ষেত্র পরিবর্তন করা. যাতে নতুন নতুন ক্ষেত্রে, আলাদা ভাবে নিজেকে চেনা ও বোঝা যায় . নতুন ভাবে নিজেকে খুঁজে পাওয়া যায় .আর এই বিবর্তন হলো মানব জীবনের প্রকৃত ধৰ্ম. শুধু মানব জীবন কেনো সকল পৃথিবীর ধর্ম.
Change Is The Only One Constant.
এটা পুরোটাই One Take Long Shootসেই দিনে সকলে শঙ্কর কাকুর ভিডিও তোলার আগে আমি মনে মনে কিছুটা ঠিক করে নিয়ে ছিলাম,প্রথম কিছুটা ক্যামেরা ছাড়াই) শুনবো. ভালো লাগলে তারপরে ভিডিও তোলা শুরু করবো , কিন্তু আমার পরিষ্কার মনে আছে. উনি বলা শুরু করতেই আমি বুঝতে পারলাম এই পুরোটাই,আমার লাগবে...যাই হোক আমার মূল প্রসঙ্গে ফিরি .কিছুই মিস করা যাবে না. এই মুড হাতছাড়া করা যাবে না.বাকিটা উনি পুরো কন্টিনিউ বলেছিলেন .
ভিডিও বানাচ্ছো নাকি????
বনির কৌতূহল যুক্ত স্মিত হাসি. নিয়ে আমার সামনে
আসে.
বললাম.. ..হুম. তুই যাবি নাকি ?
ঠিক আছে চলো আমি তো ফ্রি আছি.
আমাকে ভিডিও তুলতে দাও.
তোমরাক্যামেরার সামনে থাকো.
বললাম, তুই তুলবি!!
ঠিক আছে,শুরু কর দেখি কেমন হয়.
🧭 মসজিদ মাঠ:
এখান থেকেই আমাদের ভিডিও তোলা শুরু হলো
প্রাথমিক আলোচনার পরে ঠিক হলো এখানে দুটো সিন্ তোলা হবে !!!!!
🧭 (ফার্স্ট সিন্ )
আমি একটা ইন্ট্রো দেবোএবংপাপ্পু কাছে বিভিন্ন পুরানো জায়গা গুলোর সম্পর্কে জানতে চাইবো আর বলবো আমাকে জায়গা গুলো ঘুরিয়ে দেখানো জন্য.
🧭 (দ্বিতীয় সিন্)
আমি আর পাপ্পু হেঁটে যাবো জায়গা গুলোর দেখার জন্য....
কিন্ত এখানে একটা ছোট্ট সমস্যা সৃষ্টি হলো..... ...
ক্রমশঃ
(বাকিটা পরে.)




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন