Mona Lisa :: Mystery & Much more [ প্রথম পর্ব ]
🖼️ The Mona Lisa :: Mystery & Much more
[ প্রথম পর্ব ]
🀄 সদর দরজাটা খুলে বাড়ীর বাইরে পা রাখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ অনুভব করলো নিশো !
মিষ্টি একটা অনুভূতি চারপাশে ভেসে বেরোচ্ছে ! এখন সকাল আট টা চল্লিশ . তার মানে এখনো প্রায় পনেরো/কুড়ি মিনিট বাকি আছে,
মনে মনে হিসাব করে নিলো সে !
মুখ তুলে সামনে তাকাতেই পাড়ার মিলন চক্র ক্লাবের মাঠে বিরাট উঁচু প্যান্ডেল চোখে আটকে গেলো !কালকে অনেক রাত পর্যন্ত ওরা সবাই এই মাঠেই ছিলো ! অনেক হৈ হুল্লোড় করেছে সবাই মিলে, তখনো প্যান্ডেলের কিছু কাজ বাকি ছিলো !
কিন্তু এখন সকালের ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা, সূর্যের লাল রঙের আভার প্রকোপে সাদা রঙের প্যান্ডেলটা আরো বেশী আকর্ষনিও লাগছে ! শীতের নরম রোদ চারপাশে একটা মোহময়ী পরিবেশ তৈরী করেছে !কালকে রাতেই ঠিক হয়েছে প্রতি বারের মতন এবারও ওরা সবাই সকাল নটার সময় ক্লাবের মাঠে আসবে এবং একসাথে পুষ্পাঞ্জলি দেবে !
তারপরে সবাই মিলে শম্ভু কাকার দোকানে স্পেশাল ডালপুরি আর চিলি চিকেন উদোরস্ত করবে ! যদিও এই দ্বিতীয় প্ল্যানটা এবারে নতুন অ্যাড হয়েছে এবং এর ক্রেডিট অবশ্যই অর্কর !
⛳️ দুম দুম করে মাইকে অঞ্জলি শুরু করার ঘোষণা শুরু হয়ে গেলো ! ফেব্রুয়ারী মাস, সকাল যথেষ্ট ঠান্ডা , হলুদ পাঞ্জাবির উপরে হাফ জ্যাকেটের বোতাম গুলো ভালো ভাবে আটকে নিলো নিশো. পা বাড়ানোর আগে আলগা চোখে প্যান্ডেলের চারপাশে তাকালো সে, বড়ো মাঠের মধ্যে এদিকে ওদিকে বিক্ষিপ্ত ভাবে অনেকেই হাত পা ছড়িয়ে অলস ভাবে বসে আছে !
এটা প্ৰতি বছরের হয়, তবে এবারে একটা এক্সট্রা একটা ইভেন্ট অ্যাড করা হয়েছে... সেটাকে ইভেন্ট বলা চলে কিনা সেটা নিয়ে সে নিশ্চিত নয় !!
টের পেলো কেউ তার নাম ধরে ডাকছে ! দূরে মাঠে দাঁড়িয়ে থাকা ভিক্টরদার সাথে চোখাচোখী হতেই তাকে হাতছানি দিয়ে মাঠে আসার ইশারা করলো ভিক্টর দা !
নিশো তারাতারি পা চালালো প্যান্ডেলের দিকে ! কাছে আসতেই লক্ষ করলো শন, অর্ক, রিমঝিম সবাই এসেগেছে !
আজ সবাইকেই খুব সুন্দর ফিটফাট লাগছে ! আজকে সবার পোশাক একদম অন্য রকম ! সচারচর এরকম পোশাকে তাদের দেখা যায় না !
বিশেষ করে সবুজ শাড়ি পরা রিমঝিম কে একদম সরস্বতী ঠাকুরের মতন মনে হচ্ছে ! তাকে মাঠে ঢুকতে দেখে সবাই ঘাড় ঘুরিয়ে দেখে তাকিয়ে মুচকি হাসলো !
ইতি মধ্যে প্যান্ডেলের সামনে পুষ্পঞ্জলির জন্য ভিড় জমা হতে শুরু হয়েছে !
তাই দেরি না করে ওরা সবাই একসাথে গোল হয়ে
দাঁড়িয়ে গেলো !
জয় জয় দেবি!
চরাচর সারে!কুচযুগ শভিত মুক্তাহারে !!বীনা পুস্তক রঞ্জিত হস্তে !ভগবতী ভারতী দেবী নমস্তে !!
🀄 শম্ভু কাকার দোকান ::
শম্ভু কাকার দোকানের টেবিল সংলগ্ন সিংকে হাত ধুতে ধুতে একটা প্রচ্ছন্ন হাসি দিয়ে অর্ক জিজ্ঞাসা করলো ,
" ভিক্টর দা, আমরা আর্ট গ্যালারি তে কখন যাচ্ছি তাহলে ?
আর্ট গ্যালারি ?
মানে যেখানে ছবি- টবি থাকে ?
কিন্তু সেখানে কেন যাবো ?
অনেক গুলো প্রশ্ন তার মাথার মধ্যে একসাথে ঘুরপাক দিয়ে উঠলো ! ভিক্টরদা দিকে তাকাতেই , সে মুচকি হেসে বলল, আগে যাওয়া যাক তারপরে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি !
সে ভালোমতন জানে ভিক্টরদার স্বভাবের মধ্যে আছে কৌতুকপ্রিয়তা, প্রানপ্রাচুর্যতা, পরিস্থিতি অনুযায়ী গম্ভীর্য ও চমৎকার রসবোধ এবং সর্বাপরি তীক্ষ্ণ বুদ্ধি !
আর অপ্রত্যাশিত কিন্ত প্রীতিকর চমক দিতে ভিক্টর দা বেশ পছন্দ করে !
এই সব স্বভাবের জন্যই তো ওকে এলাকায় সবাই বেশ ভালোবাসে ও মান্য করে !
সুতরাং কথা না বলে সে সামনে দিকে পা বাড়ালো !!
🧧 Kyira :: The Art Gallery ::
এই সব ছবি গুলোর অনেক দাম তাই না ভিক্টর দা ?
বিস্ময়ময় দৃষ্টি দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো শন !
ভিক্টরদা একটা ছবির সামনে হাটু গেড়ে বসে অনেক ক্ষণ ধরে কি যেন খুব মনোযোগ দিয়ে লক্ষ করছিলো. উঠে দাড়িয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানালো !
শম্ভু কাকার দোকান থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ক্যাব ধরে
বেশ কিছুক্ষণ হয়েছে ওরা জোড়াপুকুর কাছে এই আর্ট গ্যালারি এসেছে ! গ্যালারি ভবন বেশ বড়ো, বেশ ছিমছাম আর মনোরম !
পুরো ভবনটা কার্পেটে মোড়ানো আর চমৎকার নকশা করা
বিভিন্ন আর্টিস্টদের অনেক ছবি তে ভর্তি !
চারপাশে বিভিন্ন বয়সী কৌতূহলী মানুষের আগমন !
যদিও এখন দুপুরে এখানে লোকজনের ভিড় কম ! দরজার বিপরীত বিরাট দেওয়ালে এই সব চিত্র গুলো প্রদর্শন জন্য রাখা আছে !
🚩 পৃথিবীতে সব চেয়ে দামি চিত্র কোনটি ?
ভিক্টরদার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো অর্ক !
এই সব জিনিসের মূল্য সব সময় দাম দিয়ে বিচার করা যায় না তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের ছবিটা দেখতে দেখতে বললো !
তবে বিখ্যাত বল্ললে, অবশ্যই ভিঞ্চির ' মোনালিসা ' !
প্ৰতি বছর গড়ে প্রায় 6 মিলিয়ন দর্শক প্যারিসের লুভের মিউজিয়ামে রাখা মোনালিসার সৌন্দর্য উপভোগ করতে আসেন ! তবে টাকা দিয়ে এই ছবির মূল্য নির্ণয় করা যাবে না, ফরাসি আইন অনুযায়ী মোনালিসার ক্রয়-বিক্রয় সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ !
মোনালিসা মানে সেই স্মিত হাস্যময়ী রহস্যময় নারী ??
হুম !!
লিওনাদো দা -ভিঞ্চির আঁকা মোনালিসা !!
এই ছবিটা কেন্দ্র করে চিত্র রসিকরা আজও আলোচনার মুখর !
প্রচুর গল্প- কাহিনী জড়িয়ে আছে এই ছবিটা কে কেন্দ্র করে.
এতো বেশি গবেষণা- আলোচনা হয়েছে এই ছবিটা কেন্দ্র করে যা পৃথিবীতে আর অন্য কোনো চিত্র নিয়ে এখন পর্যন্ত হয় নি !!
আচ্ছা, দা-ভিঞ্চি তো নিজে একজন ইতালিয়ান ছিলেন , তাঁর কার্যকলাপ ও ইতালির ভুখন্ডেই মধ্যেই সীমাবদ্ধ ছিলো , তাহলে তার আঁকা এই মোনালিসা ফ্রান্সে গেলো কিভাবে ?
এটা এক্টা বড় গল্প স্মিত হেসে উত্তর দিল ভিক্টরদা ।
THE REGION OF CENTRAL ITALY & THE CAPITAL OF FLORENCE
টাস্কনি হলো ইতালীর স্বর্গ উদ্যান !
পাহাড়, নদী উপতাকা, ঝর্না, সমুদ্র, আঙুরের বাগান, অলিভের ক্ষেত্র সব মিলিয়ে প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ! এর পূর্ব দিকে আলপাইন পর্বতমালা, পশ্চিমে লিগুড়িয়ান সমুদ্র আর মাঝে মাইলের পর মাইল সুস্বাদু ওয়াইন এর ক্ষেত্র ! মধ্যে যুগে এই টাসকিনির প্রতিটি নগরেই আবির্ভাব ঘটে ছিলো জ্ঞানী-গুণী এবং সৃষ্টিশীল মানুষের !
VINCI VILLAGE : THE BIRTH PLACE OF LEONARDO
এই মধ্যে ফ্লোরেন্স নগরী ছিলো রেনেসাঁন্স এর সৌন্দর্য এ সৌন্দর্যময়ী এবং রেনেসাঁন্স এর প্রধান কেন্দ্রভূমি !
আর রেনেসাঁন্স এর সর্বাপেক্ষা বিস্ময়কর বহুমুখী প্রতিভার অধিকারী ও স্বরণীয় ব্যাক্তিত্ব লিওনার্দো দা -ভিঞ্চিও জন্মে ছিলেন এই অঞ্চলে ! রাজধানী ফ্লোড়েণচে থেকে ৪৫ কিলো মিটার দূরে ভিঞ্চি ণামে এক ছোট্টো গ্রামে । গ্রামের নাম নিজের নামের সঙ্গে যুক্ত করে তিঁনি শহরে পরিচিত হন ।
[ ক্রমশঃ ]
✔ বাকিটা পরের পর্বে
MONA LISA র এই আকস্মিক হারিয়ে যাওয়া সারা বিশ্বে তুমুল আলোড়ন ও তোলপাড় সৃষ্টি করলো । কারণ এ তো শুধু একটা ছবি নয় ,
এটা একটা ইতিহাস, একটা উন্মাদনা ও আবেগ ।
শেষ পর্যন্ত কী ভাবে ঊদ্বার হলো MONO LISA ??
কে , বা কারা ছিল এই ঘটনার পিছনে ??
এইসব নিয়েই আমাদের আজকের এই গল্প ।।
ভালো লাগলে কম্মেণ্ট করে জানাবেন ।
AUTHORITY OF
RAINBOW SUBHRO SCAPBOOK .
All writings here are entirely the author's own., It may not be reproduced or copied in any form without the written permission of the owner.as per Section 14 of the Copyright Act of 1957.

আপনার প্রচেষ্টায় অনেক অজানা তথ্য খুব সুন্দর ভাবে আমাদের সামনে উঠে আসছে । আর presentation টা এক কথায় অনবদ্য । ভবিষ্যতে আরো অনেক অজানা অতীতকে জানার অপেক্ষায় থাকলাম...
উত্তরমুছুনধন্যবাদ তোমাকে !!🎉
উত্তরমুছুন