ওয়েব সিরিজ :: ঢাকা মেট্রো । নির্মাতা :: অমিতাভ রেজা চৌধুরী । অভিনয়ে :: নেভিল ফিরদৌস হাসান, অপি করিম, শরীফুল ইসলাম ও আরো অনেকে।
:: আমার অনুভূতি ::
ওয়েব সিরিজ :: ঢাকা মেট্রো ।
নির্মাতা :: অমিতাভ রেজা চৌধুরী।
অভিনয়ে :: নেভিল ফিরদৌস হাসান, অপি করিম,
শরীফুল ইসলাম ও আরো অনেকে।
🎖️♦️ In This World Through Which Travel, I'm Endlessly Creating Myself...
Frantz Fanon.
Frantz Fanon.
প্রকৃতি আর মানুষ্যজাতির মধ্যে বন্ধন অবিচ্ছেদ ও চিরন্তন। দৈনন্দিন জীবনের হাজারো কর্মব্যাস্ততা ফেলে কখনো কখনো আমাদের মন অন্য স্বাদ গ্রহণে আকুপাকু করে উঠে। তখন মন ডানা মেলে বেরিয়ে পরে এদিকে ওদিকে অচেনা-অজানা পৃথিবীর প্রান্তরে আবার কখনো বা আমাদের খুবই চেনা একটা জায়গা কে একটু অন্যভাবে আবিষ্কার করার আশায়। আসলে মানুষ তার চারপাশের জগৎ কে এবং নিজের ভিতরের আত্মা কে আরো ভালো বুজতে পারে ভ্রমণের মাধ্যমে। সে খুঁজে পায় মনের ভিতরের জমাট বাঁধা আবেগ ও ভালোলাগা কে ।
সম্প্রতি এই বিষয় গুলো আরও বেশী করে অনুভব করলাম , নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর তৈরী ওয়েব- সিরিজ " ঢাকা মেট্রো " দেখার মধ্যে দিয়ে। [ যদিও এটা দ্বিতীয় বার ]বোধহয় প্রথমবারের ভালোলাগা গূলোকে আরো একবার বেশি করে উপভোগ করার জন্যই দ্বিতীয় বারের এই প্রচেষ্টা।
নির্মাতা তার ৯ পর্বের এই ধারাবাহিক এ পরতে পরতে এমন সব আশ্চর্য মায়াজাল ও জাদুর কারুকার্য করেছেন যাতে আপনি মোহভিষ্ট না হয়ে পারবেন না । এই ধারাবাহিক আপনাকে ভাবতে বাধ্য করবে জীবন সম্পর্কে নতুন ভাবে। যে, সহজ, সরলভাবে জীবনের আনন্দ উপভোগ করাটা একটা শিল্প । আমাদের চারপাশের দুনিয়ার কতো না অদ্ভুত আশ্চর্য ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, শুধু প্রয়োজন দেখার জন্য একজোড়া মননশীল চোখের ।
ঢাকা শহরের এক বহুতল আবাসনের বাসিন্দা এবং একজন বড়ো কর্পোরেট কর্মকর্তা আব্দুল কুদ্দুস [ অভিনয়ে নেভিল ফিরদৌস হাসান ]খুবই ব্যাস্ত মানুষ, একদিন স্ত্রী সাথে প্রায় হাতাহাতি করে। আবাসন থেকে বেরিয়ে আসেন রাগের মাথায় সঙ্গে নেন একটা পুরোনো গাড়ি । উদ্দেশ্য নিরুদ্দেশের পথে যাত্রা । রাস্তার ব্যস্ত ট্রাফিক সিগন্যালে দেখা হয় রহমান নামে বড়োই অদ্ভুত ছোট্ট একটা ছেলের সাথে [অভিনয়ে খুঁদে শিল্পি শরীফুল ইসলাম ]
প্রথমে তিনি রহমান কে সঙ্গে নিতে না চাইলেও ঘটনা চক্রে রহমান তার সহযাত্রী হয়ে যায় । রহমানের কথায় বিরক্ত হয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিলেও আবার তাকে নিতে বাধ্য হন ।এর পরেই শুরু হয় অদ্ভুত সব কর্মকাণ্ডের। কুদ্দুস সাহেব যত বেশি সব কিছু পিছনে ফেলে আসতে থাকেন ততই তার মন পরিবর্তন হতে থাকে, তিনি জীবন কে অন্য ভাবে উপভোগ করতে শুরু করেন। রহমানের চোখ দিয়ে গ্রাম বাংলার রাস্তা-ঘাট , নদী, মানুষ সবই তার কাছে অন্য ভাবে উপস্থাপিত হতে শুরু করে।
এই সিরিজের প্রতিটি পর্ব কে নির্মাতা আলাদা আলাদা মানানসই নামে দিয়েছেন ।
যেমন সম্পর্ক, বিচ্ছিনন্তা, নিষ্কৃতি, ঘেরাটেপ, মুক্তঅঞ্চল, নির্বেদ ও অগস্ত যাত্রা ।
এই প্রতিটি পর্বে কুদ্দুসের সাথে ঘটে চলে বিভিন্ন আশ্চর্য ঘটনা। গল্প যত এগোবে ততই আপনি কাহিনি এবং চরিত্রের সাথে একাত্মা বোধ করতে শুরু করে দেবেন।কুদ্দুসের গাড়ির সামনে আসে নিজের স্বামীকে কুপিয়ে খুন করা এক গ্রামের মহিলা[ অভিনয়ে অপি করিম ]কিছুটা বাধ্য হয়েই তাকে গাড়িতে জায়গা দেন কুদ্দুস সাহেব ।আবার একসময় তার সাথে দেখা হয়ে যায় কলেজের পুরোনো দোস্তো কবি হাসানের ।যেমন অমলকান্তি রোদ্দুর হতে চেয়ে ছিলো, কিন্তু পারে নি, তেমনি হাসান চেয়ে ছিলো আরো একজন জীবনান্দ দাস হতে । এখন সে ট্রাক ড্রাইভার কিন্তু তার ট্রাকে সব সময় থাকে জীবনান্দ দাসের 'কবিতা সমগ্র '।
একটা পর্বে দেখা হয় আশ্চর্য মানুষ সিদ্দিক ভাইয়ের সাথে যিনি গ্রামের মধ্যে অদ্ভুত রকমের একটা বিশ্ববিদ্যালয় চালান। যেখানে না আছে কোনো বই না কোনো পড়াশোনা। তবে আছে কঠিন অনুশীলন ও কৌশল । এখানে এক অদ্ভুত শিক্ষা প্রদান করা হয় ।কুদ্দুস যত দেখে ততই সে বদলে যেতে থাকে। সাপ যেমন তার খোলস ত্যাগ করে নতুন রূপে আবিভূত হয়, তেমনি কুদ্দুস তার আপাত অভিজাত অহংকার, ভাব-ভাব বিসর্জন দিয়ে নিজেকে খুঁজে পায় নতুন ভাবে, হয়ে ওঠেন ' মনের মানুষ '
I Think Everybody Should Nice To Everybody...
Andy Warho
🀄 ♦️ আমার ভালোলাগা :: অদ্ভুত একটা মায়াময় গল্প তুলে ধরেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী । পুরোটা না দেখা পর্যন্ত আপনি থামতে পারবেন না । অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে । শহর জীবনে কারাগারে আটকে থাকা মানুষের গল্পের মাধ্যমে তিনি আসলে আমাদের দ্বার করেছেন এক কঠিন বাস্তবের সাথে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি ?
এই দুনিয়ায় প্ৰতি মুহূর্তে কিছু না কিছু ঘটেই চলে যেটা আমরা চাইলে ও ঘটবে আবার না চাইলে ও ঘটবে, আসলে এই মহাবিশ্বের কাছে আমরা খুবই ক্ষুদ্র । যে নাগরিক কঠিন জীবন আমরা বেঁছে নিয়েছি সেটা ভাবে বেঁচে থাকার সঠিক উপায় তো ?
নির্মাতা বোঝাতে চেয়েছেন
হিংসা, লোভ , লালসা কে দূরে সরিয়ে রেখে দয়া , মায়া ও ভালোবাসা দিয়ে জীবনকে জয় করা যায় ।
ভালো থাকুন,
সুস্থ থাকুন।
,
ভালো থাকুন,
সুস্থ থাকুন।
,
🧧 ধন্যবাদান্তে
Authority Of Rainbow Subhro Scrapbook.
Authority Of Rainbow Subhro Scrapbook.
.jpeg)



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন