🖼️ The Mona Lisa :: Mystery & Much more [ আজকে তৃতীয় পর্ব ]
Monalisa :: Mystery & Much more [ আজকে তৃতীয় পর্ব ] ⛳️ BEHIND THE KYRA :: The Art Gallery 4.45 P. M. মানে এটা কিভাবে সম্ভব ?? মাথা চুলকে প্রশ্ন করলো অর্ক । মানে এতো বড়ো গ্যালারি আর এতো শক্ত সিকিউরিটি চোখে ফাঁকি দিয়ে মোনালিসা জাস্ট ভ্যানিশ হয়ে গেলো, আর হলো তো এমন ভাবে, যে তার আর কোন হদিস নেই । বিশ্বের তাবড়-তাবড় গোয়েন্দা-পুলিশ কেউ কোন খোঁজ পেলো না ? আর চোর ও সবার চোখে ফাঁকি দিয়ে ভিতরে ঢুকলো কি ভাবে ? কোন দারোয়ান বা সিকিউরিটি কি তাকে চেক করলো না ? ব্যাপারটা খুবই অদ্ভুত না ? অর্কর চোখেমুখে বিশ্বয়ের চিহ্ন স্পষ্ট। প্রায় ঘণ্টা দুয়েক অতিক্রান্ত হয়েছে ওরা ART GALLERY পিছনের জোড়া পুকুরের সামনে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। গ্যালারির এই দিকটা বেশ নিরিবিলি ও শান্ত । মাঝে মাঝে পাশের রাস্তায় হুস-হাস করে কিছু গাড়ি বেরিয়ে যাচ্ছে, পুকুরের জলে হাঁস মাঝে মাঝে ডুবছে আর উঠছে। বিকেলের ঠান্ডা বাতাসে চারপাশটা শীতল ও মনোরম হলেও ভিতরে ভিতরে কিছুটা অস...