বুকরিভিউ :: [ নং ০৪] বইয়ের নাম :: ১৯৫২- নিছক কোন সংখ্যা নয়। লেখক :: মোহাম্মদ নাজিম উদ্দীন।

🍀   আমার অনুভূতি


বুকরিভিউ ::  [ নং ০৪]
বইয়ের নাম :: ১৯৫২- নিছক কোন সংখ্যা নয়।
লেখক ::    মোহাম্মদ নাজিম উদ্দীন 
প্রকাশক ::  অভিযান 
প্রথম প্রকাশ ::   ডিসেম্বর ২০১৮
                                   

🎴  খুবই সম্প্রতি শেষ করলাম বা গ্রগ্রাসে গিলে ফেললাম বলা ভালো মোহাম্মদ নজিম উদ্দিন স্যারের আরো একটা ব্লক ব্লাস্টার #ক্রাইম_থ্রিলার "১৯৫২, নিছক কোন সংখ্যা নয় " বইয়ের এই অভূতপূর্ব নাম প্রাথমিক ভাবে পাঠকদের অবাক করলেও ঘটনার উত্তেজনার মধ্যে প্রবেশের সাথে সাথেই এই নাম করণের কারণ বা প্রাসঙ্গিকতা পাঠক অনুভব করতে সক্ষম হবেন । অসংখ্য ধণ্যবাদ ও অভিনন্দন লেখককে বাংলা ভাষায় এই রকম অসাধারণ উচ্চ মানের থ্রিলার উপন্যাস আমাদের উপহার দেবার জন্য। একজন মানুষের চিন্তন ক্ষমতা কতোটা শক্তিশালী হলে এই রকমের অসামান্য টানটান ক্রাইম এন্ড পানিশমেন্ট পল্ট রচিত হয়, সেটা ভাবলে মুগ্ধ হতে হয়। নামকরণের স্বার্থকতা, গল্পের ঘটনাক্রমিক উত্তেজনা, কাহিনীর গতিপথের ক্রম পরিবর্তন আপনাকে ভাবতে বাধ্য করবে যে, "1952- Not Really Just a Number. Actually its The All. একটা ছোট্ট ঘটনা মানুষের জীবনকে কতটা পরিবর্তন করতে পারে, বদলে দিতে পারে সব কিছু সেটাই পরিপূর্ণ ভাবে ফুটে উঠেছে এই গল্পের মাধ্যমে।

লেখকের সাথে আমার প্রথম পরিচয় তার অনুবাদিত গ্রন্থ  'ইনফ্যানো ' পাঠের মাধ্যমে। এটা পড়ার সময়ে জানতে পারি তার লেখা #বেগ_বাস্টার্ড সিরিজ ও অন্যান্য মৌলিক রোমাঞ্চকর ক্রাইম থ্রিলার গুলোর কথা। [ যেগুলো মধ্যে একটা এই বইটা ] তারপর থেকেই আমার এই অনুসরণ শুরু।

                          
🎖️🀄   সংক্ষেপে গল্প প্রসঙ্গে ::

বাংলাদেশের সংবাদপত্র 'মহাকালের' একজন জনপ্রিয় তরুণ সাংবাদিক  'সায়েম মোহাইমেন,' যার স্বপ্ন নিজের একটা গাড়ি কেনা। গাড়ির প্রতি আকর্ষণ, ভালোবাসা মনেপ্রাণে সে লালন পালন করে আসছে ছেলেবেলা থেকেই। ড্রাইভার হিসাবেও সে যথেষ্ট উচ্চমানের। কিন্তু গাড়ি কেনার প্রথম দিনেই তার সাথে রহস্যজনক ভাবে ঘটে বিরাট এক দুর্ঘটনা, সে পোঁছে গেলো জেলে। ঘটনার জড়িয়ে গেলো তার ঘনিষ্ট বন্ধু গোলাম মওলা, যে আবার গুলশান-বনানীর এসি।  [ কাকতালীয় ভাবে এক্সিডেন্টের দিনই সে দিনাজপুর থেকে বদলী হয়ে ঢাকায় এসেছে ]  প্রাথমিক ভাবে ঘটনাটি সামান্য একটা দুর্ঘটনা মনে হলেও আস্তে আস্তে সায়েম এবং গোলাম মওলা জড়িয়ে বিরাট এক ভয়াভয় রাজনৈতিক ঘৃণ্য চক্রান্তের আবর্তে। হত্যা-ষড়যন্ত্র পাল্টা ষড়যন্ত্র জট পাকাতে থাকে পুরো ঘটনা। দ্রুত পরিবর্তন হতে থাকে সমস্ত পরিস্থিতি। একের পর এক চরিত্রের প্রবেশ ঘটে ঘটনার মধ্যে, জড়িয়ে পড়ে বাংলাদেশের দুই প্রভাবশালী রাজনৈতিক পরিবার। কিন্তু ঘটনার মুলে থাকে ১৯৫২, আর সে মিসিং, তাই যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। এই জট পাকানো রহস্যর একমাত্র সমাধান করতে পারে শুধু মাত্র ১৯৫২, কারণ  "সত্যিই সে নিছক কোনও সংখ্যা নয়"।
🃏  আমার ভালোলাগা ::

ভালোলাগা কথা মনে হলে,প্রথমেই বলতে হয়, গল্পের ডিটেলিং, ঘটনার পর্যায়ক্রম এবং টানটান উত্তেজনা। ঘটনার সঙ্গে জড়িত বিভিন্ন চরিত্র নির্মাণ ও তাদের মধ্যে পারস্পরিক সংযোগ বজায় রাখা, এককথায় অসাধারণ । চরিত্রগুলো সবাই যেন নিজের নিজের পারফরমেন্সসের জায়গায় একদম পারফেক্ট।
বন্ধুত্ব, অব্যক্ত ভালোবাসা, ঘৃন্য রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, ভগ্ন পারিবারিক সম্পর্ক সন্তানের উপরের কতোটা প্রভাব ফেলে, এই সমস্ত বিষয় গুলো যেভাবে উঠে এসেছে তাতে মনে হতে বাধ্য যে, এটা আমার-আপনার গল্প, আজকের সমাজের অবক্ষয়ের গল্প। এই ঘটনার দৃষ্টান্ত আমাদের গভীর ভাবে ভাবতে বাধ্য করবে কিভাবে আমাদের জীবন অতিবাহিত করা উচিত। সাবলীল ভাবে রচিত সবমিলিয়ে একটা মাস্টারপিস সৃষ্টি।  পছন্দের অন্যতম শীর্ষ তালিকায় স্থান পাঁকা।

🌿 আমার পার্সোনাল রেটিং =৯.১/১০.

                                 

🎴 কেন সবার পড়া উচিত ::

" Poetic Justice " বলে কিছু থাকলে তার চমৎকার উদাহরণ এই ঘটনা। লেখক বলেছেন, তিনি এই গল্প লিখেছেন একটা সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে, একদিন ছবিরহাটে তুমুল আড্ডা মধ্যে তিনি এই গল্পের মূল আইডিয়া পেয়েছিলেন। এখানে গল্পের মধ্যে দিয়ে যেভাবে হত্যা, ষড়যন্ত্র, মাদকাসক্তি, সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র ফুটে উঠেছে সেটাই এই গল্পের প্লাসপয়েন্ট। রোমাঞ্চকর গল্পের শেষে যে ভাবে পুরো ঘটনা বিশ্লেষণ করা হয়েছে সেটা পাঠক হিসাবে আপনাকে সন্তুষ্ট করবে। সবকিছু মিলিয়ে পাঠক হিসাবে আপনি মুগ্ধ হবেন।

সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন, আর বেশি বেশি করে 
বই পড়ুন ।
                                      🎖️ ধন্যবাদান্তে,
αuthσrítч σf R ѕuвhrσ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফাস্ট ফুড, চাউমিন বা ন্যুডলস। Health is Your Wealth. 🥣

🌍🌏 ধুবুলিয়া ঃঃ THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR2 [ পর্ব =১৫ ]

THE FORGOTTEN AIRPORT OF WW 2 পর্ব = ১৪🧧