🌀 "একটা লোক প্রতিদিন একটার পর একটা ঘুমের ওষুধ খেয়ে চলেছে, কিন্তু ঘুম তার আসছে না , যদিও বা মাঝে মাঝে ঘুম পাচ্ছে কিন্তু একটা বীভৎস দুস্বপ্নে ঘুম ভেঙে যাচ্ছে তার " - কিন্তু কেন ?? ওয়েব-সিরিজ = বোধ , ক্ষমতার আইন ,আইনের ক্ষমতা । [ প্রথম পর্ব ] পরিচালক = অমিতাভ রেজা চৌধুরী। অভিনয় = আফজাল হোসইন, সারা আলম, শাজাহান সম্রাট, খাইরুল বাসার, রওনক হাসান ও আরো অনেকে। প্লাটফর্ম = হৈচৈ মুক্তি = 4th নভেম্বর 2022. 🌿 চলচ্চিত্র আমাদের জীবন যুদ্ধের স্বার্থক প্রতিচ্ছবি, আমাদের জীবনের প্রতিটা মুহুত্বের ঘাত-প্রতিঘাত, সুখ দুঃখ কষ্ট আনন্দর পরিস্ফুটিত হয় চলচ্চিত্র নামক শিল্পের পর্দায়। আর এরকম একটা সুন্দর, বাস্তববাদী, নয়নোভিরাম সিনেমা তৈরির নেপথ্যে অবশ্যই অনেকে সংগ্রাম ও কষ্ট লুকিয়ে থাকে। সুন্দর গল্প কালেক্ট করে সেটিকে টুকরো টুকরো দৃশ্য মাধ্যমে উপস্থাপন করা, তারপরে এই ছোটো ছোটো দৃশ্য গুলির সাথে গল্পের চরিত্রগুলির রসায়ন তৈরী করা,...