বল্লভপুরের রূপকথা [ যেখানে ভূত ও ভয় পায় ] পরিচালনা : অনির্বান ভট্টাচার্য অভিনয় : দেবরাজ ভট্টাচার্য, সুরঙ্গনা ব্যানাজি, শ্যামল চক্রবর্তী ও আরো অনেকে।

🌀   বল্লভপুরের রূপকথা  [ যেখানে ভূত ও ভয় পায় ]
পরিচালনা : অনির্বান ভট্টাচার্য
অভিনয় : দেবরাজ ভট্টাচার্য, সুরঙ্গনা ব্যানাজি, শ্যামল চক্রবর্তী 
ও আরো অনেকে।


স্বাগতম বন্ধুরা,
আমরা সবাই অনেকে দিন পরে আবার ভালো ভাবে পূজোর আনন্দ উপভোগ করেছি। এবারের পুজোর আকর্ষণ বিশেষ ভাবেই আলাদা রকমের।
করোনার মতন অতিমারী ও লোকডাউনের সর্বগ্রাসী হাতাশা কাটিয়ে পৃথিবী আবার তার নিত্য ছন্দে ফিরেছে। সব কিছুই আবার আগের মতন পরিচিত রাস্তায় ফিরতে চলেছে। আমাদের মতন সিনেমা প্রেমী দর্শকরাও আবার হল মুখী হচ্ছে। যদিও বড়ো পর্দায় এখন দক্ষিণের ছবির রমরমা বাজার, সেই তুলনায় বাংলা ছবির গুলোর নিজস্বতা অনেকটাই ম্লান। দক্ষিণ ভারতীয় সিনেমার রিমেক ভার্সন এখন পরিচালকদের কাছে গল্পের সোনার ডিম পারা হাঁসের মতন।
তবে মৌলিক গল্পের উপরে দর্শকের আকর্ষণ চিরন্তনপ্রমাণিত সত্য। ভালো গল্প, পরিচালনা উপরের দর্শকের ভালোবাসা আগেই যেমন ছিলো এখনো আছে। যেমন অনিক দত্ত এর পরিচালনায় নির্মিত সিনেমা " অপরাজিত " আমাদের মুগ্ধ করেছে। আবারো মনে করিয়ে দিয়েছে বাংলা সিনেমার নিজস্বতার, তার সোনালী অতীতের কথা। কালীপুজোর সময়ে বড়ো পর্দায় মুক্তি প্রাপ্ত, এই রকমের একটা সুন্দর বুদ্ধিদীপ্ত বাংলা সিনেমার উপভোগ করলাম "বল্লভপুরের রূপকথা"

সিনেমাটির সম্পর্কে অসাধারণ বললেও কম বলা হয়, তাই বলি সত্যিই একটা রূপকথা।  অনেকে দিন পরে দর্শক বড়ো পর্দায় একটা নির্ভেজাল গল্প, অনাবিল আনন্দ উপভোগ করতে পারবেন। তাই স্বপরিবারে ঘুরে আসুন বল্লভপুর থেকে ২ ঘন্টা ১৬ মিনিট অসাধারণ মুগ্ধতা নিয়ে বাড়ি ফিরবেন। ফ্রেম, ক্যামেরা, সংলাপ অভিনয়, পরিচালনা সব কিছু মিলিয়ে চমৎকার এক উপস্থাপনা।ভুতের ভবিষ্যতের পরে এরকম একটা কমেদি-হরর ছবি বাংলার দর্শকেরা উপহার পেল । তাই এই ছবি একেবারেই ঘরে বসে উপভোগ করার নয় । বরং সবাইমিলে একসাথে বড় পর্দায় দেখার ছবি।
বল্লভপুরের রূপকথা মূল গল্প প্রয়াত নাট্যকার বাদল সরকারের লেখা বাংলা নাট্য জগতের একটি আসমান্য কৃর্তি। গল্পটি প্রায় ছয় দশক আগে লেখা হলেও আজও সমান ভাবে জনপ্রিয় ও প্রাসঙ্গিক।

তাই এমন এক উপস্থাপনা বড়ো পর্দায় দেখার সুযোগ হাতছাড়া করবেন না,
ঘুরে আসুন অবশ্যই স্বপরিবারে।



https://fb.watch/gy5uu4L6wA/

                                           

           R.Subhro


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফাস্ট ফুড, চাউমিন বা ন্যুডলস। Health is Your Wealth. 🥣

🌍🌏 ধুবুলিয়া ঃঃ THE FORGOTTEN AIRPORT OF WORLD WAR2 [ পর্ব =১৫ ]

THE FORGOTTEN AIRPORT OF WW 2 পর্ব = ১৪🧧