দোস্তো জি" সমকালীন এক এক ব্যতিক্রমী সিনেমা। 🚩
🌀 দোস্তো- জি"
এ এক ব্যতিক্রমী সিনেমা।
দোস্তো-জি শুধু একটা সিনেমা নয়, এটা আমার আপনার শৈশবের নস্টালজিয়া, ভালোবাসা। আর ফিরে দেখা সেই সব সময় আর বন্ধুদের, যাদের সঙ্গ মানে হতে হাত রাখা, ভালোলাগা, আর দুস্টুমি।
এই সিনেমাটি দেখতে দেখতে আপনার বারবার মনে হবে, মানুষের জীবনের সহজ সরল আনন্দ এর প্রয়োজনীয়তা কথা, আজ যেগুলো আমারা প্রায় হারিয়ে ফেলতে চলেছি।
তাই দোস্তো-জি শুধু একটা গল্প নয় , এটা সেই সরল আবেগ যা জয় করেছে গোটা বিশ্বের সিনেমা প্রেমি দর্শকদের হৃদয় ।
💦 আমার ভালোলাগা ::
সহজ, সরল গল্প, গ্রাম বাংলার নৈস্বর্গীক প্রকৃতির সৈন্দজো আর সহজাত অভিনয়। বিশেষ করে আরিফ ও আশিকের, তাদের পারস্পরিক বন্ধুত্বের স্নেহ নিবিড় সম্পর্ক দেখে মনটা আকুল হয়ে উঠে।
তবে এখানে আরো একজনের কথা উল্লেখ না করলেই লেখাটি অ-সম্পূর্ণ থেকে যায়, দোস্তো-জি এর সিনেমাটোগ্রাফার তুহিন বিশ্বাস, যার হাতের জাদু তৃপ্ত করেছে সমস্ত সিনেমা ভাবুক দর্শকদের।
সত্যি কথা বলতে কি, সুন্দর সুন্দর বাংলা সিনেমা আবার তৈরী হচ্ছে আর সেগুলি সবার প্রশংসা পাচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই দোস্তোজির সমস্ত কলা কুশলীদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
বাংলা সিনেমার জয় হোক,
জীবন জীবনের জন্য,
আর ভালোবাসা রইলো বন্ধুর জন্য"
🎶 বন্ধুরা, কিছু সিনেমার রেশ সীমানা ছাড়িয়ে আমাদের নিয়ে যায় বহুদূরে, যেন ফিকশন ও বাস্তবের সঠিক রসায়ন। এইরকমেই একটি সিনেমার পারফেক্ট উদাহরণ "দোস্তো-জি।
শৈশব জীবনের টুকরো-টুকরো স্মৃতি, ভালোলাগা, আবেগ, ভালোবাসা,গ্রাম বাংলার মানুষদের সুখ-দুঃখ, ছোট ছোট আনন্দ ভালোলাগা ফুটে উঠেছে এই সিনেমায় , যা আমাদের এনে দ্বার করায় চরম রিয়ালিটির সামনে ।
আর ভালোবাসা রইলো বন্ধুর জন্য"
🎶 বন্ধুরা, কিছু সিনেমার রেশ সীমানা ছাড়িয়ে আমাদের নিয়ে যায় বহুদূরে, যেন ফিকশন ও বাস্তবের সঠিক রসায়ন। এইরকমেই একটি সিনেমার পারফেক্ট উদাহরণ "দোস্তো-জি।
শৈশব জীবনের টুকরো-টুকরো স্মৃতি, ভালোলাগা, আবেগ, ভালোবাসা,গ্রাম বাংলার মানুষদের সুখ-দুঃখ, ছোট ছোট আনন্দ ভালোলাগা ফুটে উঠেছে এই সিনেমায় , যা আমাদের এনে দ্বার করায় চরম রিয়ালিটির সামনে ।
দোস্তো-জি শুধু একটা সিনেমা নয়, এটা আমার আপনার শৈশবের নস্টালজিয়া, ভালোবাসা। আর ফিরে দেখা সেই সব সময় আর বন্ধুদের, যাদের সঙ্গ মানে হতে হাত রাখা, ভালোলাগা, আর দুস্টুমি।
এই সিনেমাটি দেখতে দেখতে আপনার বারবার মনে হবে, মানুষের জীবনের সহজ সরল আনন্দ এর প্রয়োজনীয়তা কথা, আজ যেগুলো আমারা প্রায় হারিয়ে ফেলতে চলেছি।
তাই দোস্তো-জি শুধু একটা গল্প নয় , এটা সেই সরল আবেগ যা জয় করেছে গোটা বিশ্বের সিনেমা প্রেমি দর্শকদের হৃদয় ।
প্রসুন চট্টপাধ্যায় পরিচালিত এই সিনেমা ইতিমধ্যেই জয় করে ফেলেছে নানা অন্তর্জাতিক পুরস্কার তারমধ্যে যেমন আছে ইউনেস্কোর দেওয়া সিফেজ অ্যাওয়ার্ড, তেমনি সিনেমার দুই খুঁদে আশিক ও আরিফ সেরা অভিনেতার অ্যাওয়ার্ড [ গোল্ডেন গ্লোবাল ] পেয়েছে মালেশিয়া থেকে। সব মিলিয়ে এখন পর্যন্ত এই সিনেমার ঝুলিতে ৮ টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জমা হয়েছে,
ভাবা যায়।।
💦 আমার ভালোলাগা ::
সহজ, সরল গল্প, গ্রাম বাংলার নৈস্বর্গীক প্রকৃতির সৈন্দজো আর সহজাত অভিনয়। বিশেষ করে আরিফ ও আশিকের, তাদের পারস্পরিক বন্ধুত্বের স্নেহ নিবিড় সম্পর্ক দেখে মনটা আকুল হয়ে উঠে।
তবে এখানে আরো একজনের কথা উল্লেখ না করলেই লেখাটি অ-সম্পূর্ণ থেকে যায়, দোস্তো-জি এর সিনেমাটোগ্রাফার তুহিন বিশ্বাস, যার হাতের জাদু তৃপ্ত করেছে সমস্ত সিনেমা ভাবুক দর্শকদের।
সত্যি কথা বলতে কি, সুন্দর সুন্দর বাংলা সিনেমা আবার তৈরী হচ্ছে আর সেগুলি সবার প্রশংসা পাচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তাই দোস্তোজির সমস্ত কলা কুশলীদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা।
বাংলা সিনেমার জয় হোক,
আগামী দিনে আরো আরো বেশি বেশি ভালো ভালো বাংলা সিনেমার তৈরী হোক এইটাই কামনা করি।
আর বন্ধুদের সবার কাছে অনুরোধ অবশ্যই হলে গিয়ে বড়ো পর্দায় দোস্তো-জি উপভোগ করে আসুন, স্বপরিবারে । নিশ্চিত ভাবেই ঠকবেন না ।
💖 আমার পার্সোনাল রেটিং = ৯.১/১০
- সবাই ভালো থাকুন,
- সুস্থ থাকুন ।
ধন্যবাদান্তে,
.jpeg)


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন