কোলকাতার গল্প 𝐂𝐡𝐚𝐫𝐧𝐨𝐤 𝐌𝐚𝐮𝐬𝐨𝐥𝐞𝐮𝐦.
পুরোনো কোলকাতার গল্প 𝐂𝐡𝐚𝐫𝐧𝐨𝐤 𝐌𝐚𝐮𝐬𝐨𝐥𝐞𝐮𝐦, 𝐤𝐨𝐥𝐤𝐚𝐭𝐚. একটা সমাধি আর কিছু গল্প। " 𝐑 𝐨𝐦𝐞 𝐰𝐚𝐬 𝐧𝐨𝐭 𝐛𝐮𝐢𝐥𝐝 𝐢𝐧 𝐚 𝐝𝐚𝐲, 𝐍𝐨𝐭 𝐂𝐮𝐥𝐜𝐮𝐭𝐭𝐚." রোম এক দিনে তৈরী হয়নি, হয়নি আমাদের কলকাতাও। রোমের গল্পের সাথে যেমন জড়িরে আছে রেমুলাস ও রেমাসের নাম , তেমনি কলকাতার সাথে যিনি , তাঁকে সবাই চিনি, তার কথা জানি। তিনি চার্ণক, জব চার্ণক । ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক নিম্নবর্গীয় করনিক থেকে কলকাতার প্রাণপুরুষ, বিন্দু থেকে সিন্ধু হয়ে ওঠার গল্প। হুগলী থেকে সুতানুতি ১৬৮৬ সাল, চার্ণক তখন হুগলীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠির অধ্যক্ষ । সেবার প্রবল বন্যায় হুগলীতে কোম্পানির গুদাম, কার্যালয় সব ভেঙে পড়লো । চার্ণক আদেশ দিলেন নতুন করে বিল্ডিং নির্মাণ করার । ঠিক হল, এবারে তৈরী হবে শক্তপোক্ত দ্বিতল ভবন। কিন্তু কোম্পানি দ্বিতল বিল্ডিং, মোগল নিরাপত্তার জন্য বিপতজনক। মোঘল শাসকের আদেশে হুগলীর দেশীয় শ্রমিকরা নির্মাণকার্য বন্ধ করে দিলেন , কাজ বন্ধ । অনেক চেষ্টা করেও কিছু করা সম্ভব হল না । পরাজিত, অপমানিত চার্ণক হুগলী ছাড়তে বাধ্য হলেন,...